বাংলাদেশের গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুইয়ের তালিকা

বাংলাদেশে সরীসৃপ (ইংরেজি: Reptilia) শ্রেণিতে Squamata বর্গে ১৭টি গণে ৬টি পরিবারের মোট ৩২টি প্রজাতিকে দেশবাসি গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই নামে চেনে। বাংলাদেশের Squamata বর্গে ১৭টি গণে ৬টি পরিবারে মোট এরক মের মোট ৩২টি প্রজাতি রয়েছে। এছাড়া বাংলাদেশে সরীসৃপ শ্রেণিতে Squamata বর্গে আরো ৭টি পরিবারে ৪৬টি গণে মোট ৯১টি প্রজাতিকে দেশবাসি সাপ বলে চেনে। এদেশের সরীসৃপ শ্রেণিতে Squamata বর্গে ১৭টি গণে যে ৬টি পরিবারের প্রাণিগুলোকে দেশবাসি গিরগিটি, টিকটিকি, তক্ষক, অঞ্জন, আচিল ও গুই নামে ডাকে সেই ৩২টি প্রজাতির তালিকা নিম্নে প্রদান করা হলোঃ

পরিবার: গিরগিটি, উড়ন্ত টিকটিকি (Agamidae)

গণ: Brachysaura Blyth, 1856

০১. হার্ডউইকের গিরগিটি, Lesser Agama, Brachysaura minor,

গণ: Calotes Couvier,1817 (Rafinesque, 1815?)

০২. বন যুথিয়াল গিরগিটি, Forest Crested Lizard, Calotes emma,

০৩. সবুজ গিরগিটি, Green Garden Lizard, Calotes jerdoni,

০৪. দেশি বাগান গিরগিটি, Garden Lizard, Calotes versicolor,

গণ: উড়ন্ত টিকটিকি Draco Linnaeus, 1758

০৫. ব্লান্ডফোর্ডের উড়ন্ত টিকটিকি, Blandford’s Flying Lizard, Draco blandfordii,

০৬. চিতি উড়ন্ত টিকটিকি, Spotted Flying Lizard, Draco maculatus,

গণ: Ptyctolaemus Peters, 1864

০৭. নীল-গলা গিরগিটি, Blue-throated Lizard, Ptyctolaemus gularis,

পরিবার: তক্ষক-টিকটিকি (Gekkonidae)

গণ: Crytodactylus Gray, 1870

০৮. খাসিয়া তক্ষক, Khasi Hills Bent-toed Gecko, Crytodactylus khasiensis,

গণ: Eublepharis Gray, 1827

০৯. চিতা তক্ষক, Chittagong Leopard Gecko, Eublepharis hardwickii,

গণ: Gekko  Laurenti, 1768

১০. দেশি ঘর তক্ষক, South Asian Giant house Gecko, Gekko gekko,

গণ: Hamidactylus Oken, 1817

১১. পুবদেশি ঘর টিকটিকি, Oriental Leaf-toed Lizard, Hamidactylus bowringii,

১২. চিতি ঘর টিকটিকি, Spotted House Lizard, Hamidactylus brookii,

১৩. বাংলা বড় ঘর টিকটিকি, Bengal House Lizard, Hamidactylus flaviviridis,

১৪. চিতি পাম টিকটিকি, Spotted House Palm Lizard, Hamidactylus frenatus,

১৫. গার্নটের দোলা টিকটিকি, Garnot’s Gecko, Hamidactylus garnotti,

১৬. চওড়া-লেজি টিকটিকি, Flat-tailed Gecko, Hamidactylus platyurus,

পরিবার:  Lacertidae

আরো পড়ুন:  ঘড়িয়াল বাংলাদেশসহ পৃথিবীর মহাবিপন্ন সরীসৃপ

গণ: Takydromus Daudin, 1802

১৭. লম্বা-লেজি গিরগিটি, Long-tailed Lizard, Takydromus khasiensis,

পরিবার:  অঞ্জন, আচিল Scincidae

গণ: Eutropis Fitzinger, 1843

১৮. বাগান অঞ্জন, Common Skink,  Eutropis carinatus,

১৯. ব্রোঞ্জ ঘাস অঞ্জন, Bronze Grass Skink, Eutropis macularius,

গণ: Lygosoma Hardwicke and Gray, 1827

২০. সাদা চিতি অঞ্জন, White-spotted Supple Skink,  Lygosoma albopunctata,

২১. বাউরিঙ্গা অঞ্জন, Bowring’s Supple Skink,  Lygosoma bowringii,

২২. চটপটানি অঞ্জন, Striped Writhing Skink,  Lygosoma lineolata,

২৩. চিতি অঞ্জন, Spotted Supple Skink, Lygosoma punctata,

গণ: Mabuya Fitzinger, 1826

২৪. দাগী আচিল, Striped Skink, Mabuya dissimilis,  

গণ: Scincella Mittleman, 1950

২৫. হলদে-পেট আচিল, Reeves’s Ground Skink, Scincella reevesii,

গণ: Sphenomorphus Fitzinger, 1843

২৬. হিমালয়ী বন আচিল, Himalayan Litter Skink , Sphenomorphus indicus,

২৭. চিতি বন আচিল, Spotted Litter Skink , Sphenomorphus maculatus,

গণ: Tropidophorus Dumeril and Bibron, 1839

২৮. জলার আচিল, Water Skink, Tropidophorus assamensis,

পরিবার: Anguidae Gray, 1825

গণ: Ophisaurus Daudin, 1803

২৯. ঝিলিক আচিল, Burmese Glass Lizard, Ophisaurus gracilis,

পরিবার: গুই Varanidae, Gray, 1827

গণ: Varanus Merrem, 1820

৩০. বাংলা গুই, Bengal Monitor, Varanus bengalensis,

৩১. সোনা গুই, Yellow Monitor, Varanus flavescens,

৩২. রাম গুই, Two-banded Water Monitor, Varanus salvator.

Leave a Comment

error: Content is protected !!