ট্রিমারেসুরুস ভাইপারিডি পরিবারের সাপের একটি গণের নাম

সাপের গণ

ট্রিমারেসুরুস

গণের নাম: Trimeresurus Lacépède, 1804
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Animalia বিভাগ: Chordata অবিন্যাসিত: Reptilia বর্গ: Squamata পরিবার: Viperidae গণ: Trimeresurus

ভূমিকা: ট্রিমারেসুরুস ভাইপারিডি পরিবারের সাপের একটি গণের নাম। বাংলাদেশের সাপের তালিকায় বাংলাদেশে রয়েছে এই গণের ৩টি প্রজাতি এবং পৃথিবীতেও রয়েছে এই গণে মোট ৩২টি প্রজাতি।

বিবরণ: মাথা ত্রিকোণাকৃতি এবং গ্রীবা থেকে সুস্পষ্ট পৃথক। প্রিঅকুলার এবং লোরিয়াল-এর উভয় পাশে গভীর পিট থাকে । পিউপিল উলম্ব । মাথা ছোট আঁইশ দ্বারা আবৃত থাকে। আঁইশ শিরযুক্ত এবং ১৭-৩১ সারিতে সাজানো থাকে (Smith, 1943)।

বাংলাদেশে প্রাপ্ত প্রজাতি ৩টি হচ্ছে ১. সাদাঠোটি সবুজ বোরা সাপ, ২. দাগিলেজা সবুজ বোরা  ও ৩. পপের লাল ফিতে সবুজ বোরা

নোট: Malhotra এবং Thorpe (2004) এদের মতে এশিয়ায় প্রাপ্ত Pit viper শ্রেণীর সাপ Cryptelytrops নামক আলাদা গণের অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

তথ্যসূত্র:

১. সুপ্রিয় চাকমা (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৯১।

আরো পড়ুন:  সিবিনোফিস কলুব্রিডি পরিবারের সাপের একটি গণের নাম

Leave a Comment

error: Content is protected !!