ভুমিকা: সাদাঠোটি সবুজ বোরা সাপ Viperidae পরিবারের Trimeresurus গণের সবুজ বর্ণের আঁইশযুক্ত সরীসৃপ প্রাণী। বাংলাদেশের সাপের তালিকায় এটি পাহাড়ি এলাকায় বসবাসরত এবং আন্তর্জাতিকভাবে এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাপ।
বর্ণনা: সাদাঠোটি সবুজ বোরা সাপের দেহ মোটাসোটা, মাথার উপরিভাগে ত্রিকোণাকৃতির চ্যাপ্টা আঁইশ থাকে; তুন্ড। গোলাকার লেজ ছোট, কোনো কিছু আঁকড়ে ধরতে পারে। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ১ মিটার; প্রসবের সময় দৈর্ঘ্য ১২-১৮ সেমি। মাথার শীর্ষ ও দেহ সবুজ রঙের ।
পৃষ্ঠীয় আঁইশের নিচের সারির কিনারায় সরু ও সাদা ব্যান্ড থাকে, এই দাগ স্ত্রী সাপে অনুপস্থিত বা অস্পষ্ট। পুরুষ সাপে চোখের নিচে একটি সাদা রেখা থাকে। চোখের নিচের আঁইশ হলুদ, সাদাটে বা ঈষৎ সবুজ রঙের । চোখ হলদে বাদামী, ঈষৎ লাল, কমলা বা রক্ত লাল। লেজের প্রান্ত দাগযুক্ত বা লালচে-বাদামী রঙের ফেঁটা থাকে। দেহের নিম্নভাগ ঈষৎ সবুজ হলদে বা সাদা।
আঁইশের বিন্যাস: আঁইশ মসৃণ বা অস্পষ্ট শিরযুক্ত, গ্রীবাতে ২১ বা ২৩ সারি; দেহের মধ্যভাগে ২১ সারি (কখনো ১৯ সারি) এবং পায়ুর সামনে ১৫ বা ১৭ সারি আঁইশ থাকে; অঙ্কীয় আঁইশের সংখ্যা ১৪৯-১৭৩; পায়ুর আঁইশ অবিভক্ত; নিম-পুচ্ছের আঁইশের সংখ্যা ৪৮-৭৮, জোড়ায় থাকে । সুপ্রাল্যাবিয়ালের সংখ্যা ৭-১৩টি, প্রথমটি আংশিকভাবে বা সম্পূর্ণভাবে নাসিকার সাথে যুক্ত; সুপ্রাল্যাবিয়ালের মাঝে ১-২ সারি ছোট আঁইশ থাকে এবং সাব-অকুলার লম্বাটে (Smith, 1943; Das, 2002; Leviton et al., 2003; Whitaker and Captain, 2004)
স্বভাব ও আবাসস্থল: T. albolabris নিচু বনাঞ্চল, কৃষিজ জমি, প্রাইমারী ফরেস্ট; এদের সাধারণত বাশ, ঝোপজঙ্গলে এবং ভূমি থেকে গাছের ২-৩ মিটার উঁচু শাখাপ্রশাখাতে এদের দেখা যায় । এরা নিশাচর এবং গেছো স্বভাবের, তবে মাটিতে ঝরাপাতার মধ্যে এরা বাস করে। এরা খাদ্য হিসেবে ব্যাঙ, টিকটিকি ও অন্যান্য ছোট প্রাণী গ্রহণ করে। এরা ধীরগতি সম্পন্ন ও শান্ত প্রকৃতির এবং ধারে কাছে সাধারণত দেখা যায় তবে এরা দ্রুত ছোবল মারতে পারে। স্ত্রী সাপ একই সময়ে ৭-১৬টি প্রাপ্তবয়স্কের মতো বাচ্চা প্রসব করে, দৈর্ঘ্য ১২-১৮ সেমি (Das, 2002)।
বিস্তার: বাংলাদেশ, ভারতে দক্ষিণ-পূর্ব অংশ, নেপাল, চীনের দক্ষিণ অংশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া এবং ভিয়েতনাম এ পাওয়া যায় ।
অবস্থান: এই প্রজাতির সাপ পাহাড়ি এলাকায় বসবাসরত অন্যান্য সাপের তুলনায় সচরচার ।
মন্তব্য: এই সাপের বিষক্রিয়া যন্ত্রণাদায়ক এবং আক্রান্ত স্থান ফুলে যায় তবে সাধারণত মানুষের মৃত্যু হয় না।
তথ্যসূত্র:
১. সুপ্রিয় চাকমা (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: উভচর প্রাণী ও সরীসৃপ, খণ্ড: ২৫ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ১৯১-১৯২।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।