বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলা থেকে কচ্ছপ উদ্ধার, দুই জনের কারাদণ্ড

বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী কর্তৃক বাংলাদেশের নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে কচ্ছপ ও কুইচ্চা ব্যবসায়ী, শিকারী ও পাচারকারী চারজনকে গত ১৯ জানুয়ারি, ২০১৪ আটক করে। পরে মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক সেদিনই আসামীদের দুইজনকে দশদিন করে কারাদন্ড ও অপর দুইজনকে অর্থ দন্ড প্রদান করেন।

এছাড়াও পূর্বে উদ্ধারকৃত কিছু কচ্ছপকে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী কর্তৃক জেলা প্রশাসক নাটোর-এর উপস্থিতিতে গত ১৮ জানুয়ারি, ২০১৪ তারিখে নাটোর জেলা পরিষদ লেক এবং শ্যামনগর মৎস অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।

অন্যদিকে গত ১৫ জানুয়ারি তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণী প্রদর্শন করা হয়। এ বিষয়ে প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক গাজী আসমত ২১ জানুয়ারি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “ভ্রাম্যমান বন্যপ্রাণী প্রদর্শনী’-র উদ্দ্যেশ্য স্বভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বন্যপ্রাণী ও পরিবেশের প্রতি দরদ দেখানো যদি উদ্দ্যেশ্য হয়ে থাকে তাহলে প্রদর্শনী বনভবনে হওয়া উচিৎ নয়কি?”

আরো পড়ুন:  ৬০টি সুন্দি কাছিম গোপালগঞ্জ জেলার বাঘিয়া নদীতে অবমুক্ত

Leave a Comment

error: Content is protected !!