ভূমিকা: রুটেসি (Rutaceae) হলো সপুষ্পক উদ্ভিদের মধ্যে সাপিনডালিস (ইংরেজি: Sapindales) বর্গের একটি পরিবার। এই পরিবারে আনুমানিক ১৬০টির মতো গণ রয়েছে এবং প্রজাতি আছে প্রায় ১৬০০টি।
রুটেসি পরিবারের গণগুলোর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণ হলো সাইট্রাস বা লেবু-কমলা জাতীয় ফল। এই পরিবারের সব ফলেই ফুল হয় এবং ফুল সুগদন্ধযুক্ত। আকার ও গঠনের দিক দিয়ে এরা তৃণ, গুল্ম ও ছোট বৃক্ষ হয়ে থাকে। তবে রুটেসি পরিবারের সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ফল হল শতাধিক প্রকারের সাইট্ট্রাস।
বাংলাদেশে অন্তত চারটি গণের ফল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। এই গণ চারটি হলঃ
১. সাইট্রাস বা Citrus,
২. প্যারামিগাইনা বা Paramigyna,
৩. এগলি বা Aegle,
৪. ফেরোনিয়া ও Feronia.
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।