পরিচিতি: দূর্বা একটি ঔষধি গুণসম্পন্ন ঘাস। এদের বৈজ্ঞানিক নাম: Cynodon dactylon, (L.) Pers এবং এরা পোয়াসি পরিবারের ঘাস। এই ঘাসটির ঔষধি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন
দূর্বা ঘাসের উপকারিতা ও গুণাগুণ
চাষাবাদ: বর্ষার আগেই বৈশাখের প্রথম বৃষ্টি পেয়ে প্রতিটি গিট থেকে শেকড় বেরিয়ে মাটি আঁকড়ে দূর্বার ডগা এগিয়ে যায়। দূর্বা দীর্ঘকাল ধরে প্রতিকুল পরিবেশে লড়াই করে টিকে থাকার সামর্থ্য রাখে।[১]
বিস্তৃতি: ঘাস বাংলাদেশের সর্বত্র জন্মায়। এদেরকে গ্রামে, মাঠে দেখা যায়। পতিত জায়গায় ভালো জন্মে। দূর্বা ঘাস জলমগ্নতা সহ্য করতে পারে না।[২]
ব্যবহৃত অংশ: এই ঘাসের পাতা, ডগা ঔষধি কাজে লাগে।
তথ্যসূত্র:
১. এ বি এম জাওয়ায়ের হোসেন, ওষুধি গাছগাছড়া, গ্রন্থনা, ঢাকা, প্রথম প্রকাশ ফাল্গুন ১৪১১, পৃষ্ঠা, ৪৪।
২. শেখ সাদী; উদ্ভিদকোষ, দিব্যপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৮, পৃষ্ঠা, ২২৮।
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।