ভুমিকা: ব্রোমেলিয়াসি বা ব্রোমেলিয়াড (ইংরেজি: Bromeliaceae) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। এই পরিবারে ৩৪ টি গণ ও ২০০০ প্রজাতি আছে। এদের আদি নিবাস আমেরিকার উষ্ণাঞ্চল।
বিবরণ: ব্রোমেলিয়াসি গোত্র অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র কান্ড যুক্ত পরাশ্রয়ী বীরুৎ, কখনও স্থলজ জাঙ্গল জন্মে। পত্র একান্তর, সাধারণত গুচ্ছাকার, সরু, শিরা বিন্যাস সমান্তরাল, সরল, প্রান্ত অখন্ড বা সেঁতো কন্টকিত, মূলীয় অংশ লাল বা অন্যরঙে উজ্জ্বল ।
পুষ্প সম্পূর্ণ বা কার্যত একলিঙ্গ, সমাঙ্গ বা সামান্য অসমাঙ্গ, আংশিক গর্ভপাদ পুষ্প থেকে গর্ভশীর্ষ পুষ্পী। পুষ্প বিন্যাস সরল বা যৌগিক মঞ্জরী বা অনিয়ত বা শিরমঞ্জরী, মঞ্জরীপত্র উজ্জ্বল বর্ণ বিশিষ্ট।
বৃত্যংশ ৩ টি, সবুজ ও কোমল, স্বতন্ত্র বা নিম্নাংশ যুক্ত। পাপড়ি ৩ টি, স্বতন্ত্র বা নিম্নাংশ যুক্ত, কখনও উজ্জ্বল, মূলীয় কিানারা কখনও এক জোড়া শল্ক উপাঙ্গ যুক্ত যা মধুগ্রন্থিরূপে কাজ করে।
পুংকেশর ৬টি, ২ সারি, প্রতি সারিতে ৩ টি পুংকেশর, মুক্ত বা যুক্ত বা একত্রে বা স্বতন্ত্ররূপে পুষ্প পুটাংশ লগ্ন, পরাগধানী চতুরেণুস্থলী বিশিষ্ট, দ্বি-খন্ডিত, অনুদৈর্ঘ্য ফাটলে উন্মুক্ত, পরাগরেণু ২-কেন্দ্রিকা বিশিষ্ট।
গর্ভপত্র ৩ টি, যৌগ, ৩ প্রকোষ্ঠী গর্ভাশয়, গর্ভদন্ড ৩ খন্ডিত, গর্ভমুণ্ড প্যাপিলাযুক্ত, ডিম্বক অল্প থেকে অসংখ্য, অমরা বিন্যাস অক্ষীয়। ফল বেরি বা ক্যাপসুল, কখনও মাংসল যৌগ ফল। ক্যাপসুল ফলের বীজ পাখা যুক্ত। বাংলাদেশে এই গোত্রের মাত্র ১ টি প্রজাতি আছে। আনারস এই পরিবারের একটি প্রজাতি।
তথ্যসূত্র:
১. এস. কে. দত্ত (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৪২। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Shajiarikkad
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।