ওসিমাম হচ্ছে লেমিয়াসি পরিবারের উদ্ভিদের একটি গণ

উদ্ভিদের গণ

ওসিমাম

গণের বৈজ্ঞানিক নাম: Ocimum L., Sp. Pl.: 597 (1753).
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Eudicots অবিন্যাসিত: Asterids বর্গ: Lamiales পরিবার: Lamiaceae গণ: Ocimum

ভূমিকা: ওসিমাম বা তুলসি হচ্ছে লেমিয়াসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণের প্রজাতিগুলো বীরুৎ। এই গণের ৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় যথা বন তুলসি, বাবুই তুলসি, রাম তুলসি, শ্বেত তুলসি এবং কালো তুলসি।  সবগুলো তুলসিই ভেষজগুণে অনন্য এবং একটির পরিবর্তে অন্যটি ভেষজ কাজে লাগানো যায়।  তুলসির সাবেক বৈজ্ঞানিক নামের অর্থ ছিলো পবিত্র স্থান।[১] তুলসির ভেষজ গুনাগুণ সম্পর্কে পড়ুন

মহা উপকারি তুলসি গাছের ঔষধি গুণাগুণ

বিবরণ: বীরুৎ, ছোট গুল্ম বা গুল্ম, তীব্র সুগন্ধিযুক্ত। কাণ্ড চতুষ্কোণাকার, সবুজ থেকে ফ্যাকাশে লাল, মসৃণ থেকে অতিরোমশ বা রোমশ, নিচে কাষ্ঠল। [২]

পত্র সবৃন্তক, প্রতিমুখ বা আবর্ত, সচরাচর দপ্তর, অসংখ্য ক্ষুদ্র গ্রন্থিসহ কুপযুক্ত। পুষ্পমঞ্জরী ৬ থেকে ১০ পুষ্পবিশিষ্ট আবর্ত, শীর্ষীয় স্পিসিফর্ম রেসিমে বিন্যস্ত, মাঝে মাঝে প্যানিকল, পুষ্পবৃন্তিকার শীর্ষ বাঁকা। মঞ্জরীপত্র উপবৃত্তাকার-বল্লমাকার থেকে প্রশস্তভাবে ডিম্বাকার, শীঘ্রমোচী।

বৃতি ডিম্বাকার বা ঘণ্টাকার, বাইরের দিকে প্রসারিত ও সাধারণতঃ ফলে বর্ধিত, ২-ওষ্ঠবিশিষ্ট, উপরের ওষ্ঠ চওড়া, সমতল, পর্বলগ্ন, নিচের ওষ্ঠ ৪-দন্তক, পার্শ্বীয় ২টি সূক্ষ্ম খর্বাগ্র ও মাঝের ২টি দীর্ঘাগ্র। দলমণ্ডলের উপরের ওষ্ঠ প্রায় সমভাবে ৪-খণ্ডিত, নিচেরটি অল্প দীর্ঘতর, নিচের দিকে বক্র, অখন্ড ।

পুংকেশর ৪টি, নিচের দিকে বক্র, দলমণ্ডল অপেক্ষা অধিক দীর্ঘ, পুংদণ্ড পৃথক অথবা নিচেরগুলো যুক্ত, অনাবৃত বা উপরের গুলো দম্ভর, নিচে রোমশ ও লোমযুক্ত, পরাগধানীর কোষগুলো সম্মিলিত। ডিস্ক অখন্ড বা ৩ থেকে ৪ খণ্ডিত। গর্ভাশয় ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভদণ্ড সরু, দ্বিখণ্ডিত, খণ্ড তুরপুন আকার বা চাপা। নাটলেট ৪টি, শুষ্ক, মসৃণ অথবা অর্ধ-কুঞ্চিত, আর্দ্র অবস্থায় প্রায়শই আঠালো, গোড়ার দিকে ক্ষুদ্র দাগ বিদ্যমান।[২]

আরো পড়ুন:  এ্যাগানসমা সপুষ্পক গুল্ম জাতীয় উদ্ভিদের একটি গণের নাম

তথ্যসূত্র:

১. আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য, চিরঞ্জীব বনৌষধি খন্ড ১, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৩, পৃষ্ঠা, ৭৬-৭৮।

২. মাহবুবা খানম (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৮ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩০৭-৩০৮। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!