গংধ কচু পার্বত্যঞ্চলে জন্মানো বহুজীবী বীরুৎ

গংধ কচু

বৈজ্ঞানিক নাম: Homalomena aromatica (Roxb. ex Sim) Schott, Schott & Endl., Melet. Bot.: 20 (1832). সমনাম: Calla aromatica Roxb. ex Sim (1832), Homalomena kelungensis Hayata (1919). ইংরেজি নাম: Fragrant Shield Plant, Gandhi Roots, বাংলা নাম: গংধ কচু;
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস 
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Monocots বর্গ: Alismatales পরিবার: Araceae গণ: Homalomena প্রজাতির নাম: Homalomena aromatica.

ভূমিকা: গংধ কচু (বৈজ্ঞানিক নাম: Homalomena aromatica) হচ্ছে এরাসাই পরিবারের হোমালোমেনা গণের এক প্রকারের বিরুৎ। এই প্রজাতিটি দক্ষিণ এশিয়ায় জন্মায়।

গংধ কচু-এর বর্ণনা:

গংধ কচু চিরহরিৎ বহুজীবী বীরুৎ। আকারে ১০-৩০ × ২-৪ সেমি , গ্রন্থিকন্দ অশাখ ও  সুগন্ধি। পাতা ১৫-৩০ × ১০-২৫ সেমি, প্রশস্ত, ডিম্বাকার, দীর্ঘাগ্র, মূলীয় খন্ড সাধারণত দূরাপুলারী, ডিম্বাকার, স্থূলাগ্র, উপরের খন্ডের এক-তৃতীয়াংশ দৈর্ঘ্যযুক্ত, প্রাথমিক পার্শ্বীয় শিরা পিঙ্গল, প্রান্তীয় শিরা পর্যন্ত প্রসারিত, গৌণ ও প্রগৌণ পার্শ্বীয় শিরা সমান্তরাল। বৃন্ত ৩০ সেমি, ফলকের চেয়ে লম্বা এবং এক-তৃতীয়াংশ আবরণ যুক্ত। মঞ্জরীদন্ড একাধিক, বৃন্তের চেয়ে খাটো, ১০-১৫ সেমি। চমসা সবুজ, দীর্ঘায়ত, সংবর্ত, অসংকুচিত, শীর্ষ সরু।

পুং পুষ্পাঞ্চল স্ত্রী পুষ্পাঞ্চলের চেয়ে দীর্ঘতর, ২.৫-৪.৫ সেমি, স্ত্রী পুষ্পাঞ্চল বেলনাকার, ১-২ সেমি লম্বা। পুংপুষ্প ৩-৪ টি পুংকেশর যুক্ত, পুংকেশর মুক্ত। গর্ভাশয় ডিম্বাকার, কিছু সরু মুষলাকৃতির বন্ধ্যা পুংকেশরের সাথে যুক্ত, ৩ প্রকোষ্ঠী, ডিম্বক অনেক, অধোমুখী, অমরা বিন্যাস গাত্রীয়, গর্ভমুণ্ড অবৃন্তক, চাকতিসম। ফল বেরি, ডিম্বাকার, বহু বীজী। বীজ ক্ষুদ্র, বহিত্ত্বক পুরু।

ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল ও বংশ বিস্তার:

ছায়াযুক্ত অরণ্যাঞ্চলে এই কচু জন্মানোর উপযুক্ত স্থান। এর ফুল ও ফল জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধরে। বীজ বা সুগন্ধি কান্ডের খন্ড থেকে বংশ বৃদ্ধি হয়।

বিস্তৃতি :

ভারত, বাংলাদেশের বৃহত্তর সিলেট ও চট্টগাম এবং পার্বত্য চট্টগ্রাম জেলায় জন্মে।

ব্যবহার:

ভারতের বিভিন্ন অংশের জনগণ সুগন্ধী রূপে গ্রন্থিকন্দকে ব্যবহার করে।

আরো পড়ুন:  চিত্রপত্রী বাংলাদেশের সর্বত্রে জন্মানো ভেষজ বিরুৎ

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের  ১১ খণ্ডে (আগস্ট ২০১০ গংধ কচু প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, বাংলাদেশের এটি সংকটাপন্ন । বাংলাদেশে গংধ কচু জাতীয় হার্বেরিয়ামের উদ্যানে কিছু গাছের চাষাবাদ হচ্ছে। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে আবাসস্থলের বাইরে সংরক্ষণ প্রয়োজন।    

তথ্যসূত্র:

১. হোসনে আরা (আগস্ট ২০১০) “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খন্ড ১১, পৃষ্ঠা ৫৯-৬০। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.ne থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Abhijeet Das

Leave a Comment

error: Content is protected !!