ভূমিকা: দেশি ভুইচক্র (বৈজ্ঞানিক নাম: Iphigenia indica) হচ্ছে কলসিক্যাসিস পরিবারের ইফিগেনিয়া গণের একটি সপুষ্পক বিরুৎ। এটি পাহাড়ি অঞ্চল বা হিমালয়ে জন্মে।
দেশি ভুইচক্র-এর বিবরণ:
দেশি ভুঁইচক্র একটি ছোট বহুবর্ষজীবী বিরুৎ। এটি উচ্চতায় ১০-২৫ সেমি লম্বা হয়। পাতাগুলি ঘাসের মতো ৭-১৫ সেমি লম্বা, ৩-৯ মিমি চওড়া। ফুল ২-১০ গুচ্ছে যুক্ত হয়ে জন্মে। পুষ্প মঞ্জরী রৈখিক, দেড় থেকে আড়াই সেমি লম্বা, ফুলের ডালপালা ২-৪ সেমি লম্বা। টেপালগুলি গাঢ় বেগুনি, রৈখিক থেকে সংকীর্ণভাবে উল্টানো-ল্যান্স আকৃতির ৭-১০ মিমি লম্বা, ০.৭-১ মিমি চওড়া।
পুংকেশরগুলি ২-৩ মিমি লম্বা, অ্যান্থারগুলি প্রায় ১ মিমি। স্টিগমা লোবগুলি পিছনে বাঁকা। ক্যাপসুলগুলি স্থূল থেকে আয়তাকার, ৬-৮ × ৩-৩.৫ মিমি। ফুল ফোটে জুন থেকে জুলাই মাস।
বিস্তৃত:
দেশি ভুঁইচক্র উপদ্বীপের ভারতে এবং হিমালয়ে, কুমায়ুন থেকে নেপাল পর্যন্ত, ১৮০০-২০০০ মিটার উচ্চতায় পাওয়া যায়।
তথ্যসূত্র:
১. Iphigenia indica, Jayesh Patil ওয়েবসাইট নাম: flowersofindia.net ইউআরএলঃ https://www.flowersofindia.net/catalog/slides/Indian%20Grass%20Lily.html
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Dinesh Valke
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।