কোডিয়াম হচ্ছে ইউফরবিয়াসি পরিবারের একটি গণ

উদ্ভিদের গণ

কোডিয়াম

গণের বৈজ্ঞানিক নাম: Codiaeum Rumph. (কোডিয়াম) ex A. Juss., Euph. Tent.: 33, t. 9 (1824). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots অবিন্যাসিত: Rosids বর্গ: Malpighiales পরিবার: Euphorbiaceae গণ: Codiaeum

ভূমিকা: কোডিয়াম হচ্ছে ইউফরবিয়াসি পরিবারের একটি সপুষ্পক গুল্মের গণের নাম। এদেরকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়। বাড়ির টবে বা বাগানের শোভাবর্ধন করে এই গণের ছোট গাছগুলো। এরা আকারে বেশি বড় হয় না ও পাতায় নানা রং থাকে।  

বিবরণ: সহবাসী বা ভিন্নবাসী গুল্ম বা ছোট বৃক্ষ। গাত্র আবরণ সরল। পত্র একান্তর, সবৃন্তক, অখন্ড বা ৩ খন্ডিত, শিরা পক্ষল, উপপত্র ক্ষুদ্র বা অনুপস্থিত, পত্র ফলক কখনও পশ্চাৎমুখীবক্র, পাকানো, ছিন্ন বা বিভক্ত, সাধারণত গ্রন্থিল। পুষ্প বিন্যাস রেসিমোস, কাক্ষিক বা অর্ধপ্রান্তীয়, পুষ্প একলিঙ্গ, খাটো মঞ্জরীদন্ড যুক্ত, পুংপুষ্প গুচ্ছবদ্ধ, স্ত্রীপুষ্প একল।

পুংপুষ্প: প্রতি পুষ্পে মঞ্জরীপত্র ১টি, বৃন্ত সরু, বৃত্যংশ ৫টি, মুক্ত প্রান্তআচ্ছাদী, পাপড়ি ৩-৬টি বা অনুপস্থিত, ক্ষুদ্র, চাকতি ৫-১৫ গ্রন্থি যুক্ত, মুক্ত, ক্ষুদ্র, পুংকেশর ১৫-৩০টি, পুংদন্ড মুক্ত, পরাগধানী খাড়া, বহির্মুখী, পৃষ্ঠ লগ্ন, সংযোজক প্রশস্ত, অনুদৈর্ঘ্য বিদারী, বন্ধ্যা গর্ভকেশর অনুপস্থিত।

স্ত্রীপুষ্প: বৃন্ত পুংপুষ্পের বৃন্ত অপেক্ষা খাটো, শক্ত, বৃত্যংশ পুংপুষ্পের বৃত্যংশ অপেক্ষা ছোট, পাপড়ি অনুপস্থিত, চাকতি পেয়ালাকৃতি, অখন্ড, গর্ভাশয় ৩ কোষী, প্রতি কোষে ডিম্বক ১টি, গর্ভদন্ড ৩টি, মূলীয় অংশে যুক্ত ছড়ানো বা পশ্চাত্মখী বক্র, সরল, কদাচিৎ ২ খন্ডিত। ফল গোলাকার, পটীবিদারী, বীজ মসৃণ, উজ্জ্বল, কেরাঙ্কল যুক্ত, বহিস্তৃক কঠিন, সস্য রসালো, বীজপত্র প্রশস্ত, চ্যাপ্টা।

বাংলাদেশে এই গণে একটি প্রজাতি পাওয়া যায় যা পাতাবাহার (বৈজ্ঞানিক নাম: Codiaeum variegatum) নামে পরিচিত।

তথ্যসূত্র:

১.  বুশরা খান  (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪১৮। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  এ্যাগানসমা সপুষ্পক গুল্ম জাতীয় উদ্ভিদের একটি গণের নাম

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Forest and Kim Starr

Leave a Comment

error: Content is protected !!