ফেরুলা ফটুডা এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম

Ferula foetida

বৈজ্ঞানিক নাম: Ferula foetida (L.) DC.. Prodr. 2: 337 (1825).  সমনাম: Ferula scorodosma Bentley & Trimen, Scorodosma foetidum Bunge. ইংরেজি নাম: জানা নেই। স্থানীয় নাম: জানা নাই।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms. অবিন্যাসিত: Edicots. বর্গ: Apiales. পরিবার: Apiaceae. গণ: Ferula প্রজাতির নাম: Ferula foetida

ফেরুলা ফটুডা/ Ferula foetida এক প্রকারের ভেষজ বিরুৎ। এই প্রজাতির ইরান থেকে মধ্য এশিয়া এবং পশ্চিম পাকিস্তানের স্থানীয়। এটি বহুবর্ষজীবী এবং প্রধানত নাতিশীতোষ্ণ পরিবেশে বৃদ্ধি পায়।পরিবেশে বৃদ্ধি পায়।

ফেরুলা ফটুডা-এর বিস্তৃতি:

আফগানিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাদজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান।

তথ্যসূত্র:

১. “Ferula foetida”, powo.science.kew.org, ইউআরএলঃ https://powo.science.kew.org/taxon/842277-1

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Patrick Verhaeghe

আরো পড়ুন:  খুবানি শোভাবর্ধক ও উপকারী বৃক্ষ

Leave a Comment

error: Content is protected !!