ফেরুলা ফটুডা/ Ferula foetida এক প্রকারের ভেষজ বিরুৎ। এই প্রজাতির ইরান থেকে মধ্য এশিয়া এবং পশ্চিম পাকিস্তানের স্থানীয়। এটি বহুবর্ষজীবী এবং প্রধানত নাতিশীতোষ্ণ পরিবেশে বৃদ্ধি পায়।পরিবেশে বৃদ্ধি পায়।
ফেরুলা ফটুডা-এর বিস্তৃতি:
আফগানিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাদজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান।
তথ্যসূত্র:
১. “Ferula foetida”, powo.science.kew.org, ইউআরএলঃ https://powo.science.kew.org/taxon/842277-1
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Patrick Verhaeghe
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।