ধতুরা (গণ) সোলানাসি পরিবারের একটি শক্তিশালী বীরুৎ

বীরুৎ

ধুতুরা

গণের বৈজ্ঞানিক নাম: Datura L., Syst. ed. 1 (1753) জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae – Plants শ্রেণী: Eudicots উপশ্রেণি: Asterids বর্গ: Solanales পরিবার: Solanaceae গণ: Datura ধতুরা (গণ)

ভূমিকা: ধতুরা (গণ) হচ্ছে সোলানাসি পরিবারের একটি গণের নাম। এরা সাধারণত বিরুত হয়ে থাকে, তবে কখনো কখনো গুল্মের ন্যায়।

বর্ণনা: ধতুরা (গণ) সোলানাসি পরিবারের একটি শক্তিশালী বীরুৎ জাতীয় গণের নাম। এরা কখনও কখনও গুল্মের ন্যায়। পত্র সবৃন্তক, অখন্ড, তরঙ্গিত অথবা গভীরভাবে দন্তকযুক্ত।

এই গণের প্রজাতিগুলোর পুষ্প বৃহৎ, পুষ্পবৃন্তিকাযুক্ত, একক, অক্ষীয়। বৃতি লম্বা, নলাকার, ৫-দন্তকবিশিষ্ট, পর্ণমোচী, ফলের গোড়ার উপর একটি ছেদনকৃত ক্ষতের দাগ রেখে যায়। দলমন্ডল একটি বিস্তৃত মুখসহ চুঙি-আকৃতির, দলফলক বিনুনি করা, অখন্ড অথবা সামান্য ৫ অথবা ১০ খন্ডক। পুংকেশর ৫টি, দলমন্ডলের নালির গোড়ায় সংযুক্ত, পুংদন্ড পরাগধানী অপেক্ষা বেশ লম্বা, পরাগধানী রৈখিক, অনুদৈর্ঘ্য বরাবর বিদারী। গর্ভাশয় ২ কোষবিশিষ্ট অথবা নকল ৪ কোষবিশিষ্ট, গর্ভদন্ড সূত্রাকার, গর্ভমুন্ড ২ খন্ডক।

এদের ফল একটি উপবৃত্তীয়, ৪ কোষবিশিষ্ট, কাঁটাযুক্ত ক্যাপসিউল, ৪ কপাটিকা দ্বারা বিদারিত হয় অথবা অনিয়মিতভাবে শীর্ষের নিকট ফেটে যায়। বীজ অসংখ্য, চাপা, কুঞ্চিত, ভ্রুণ পরিধিস্থ।

ধতুরা (গণ) গণে দুনিয়ায় আছে ৯টি প্রজাতি এবং বাংলাদেশে এই গণে একটি প্রজাতি আছে যা ধুতরা বা ধুতুরা নামে পরিচিত।

তথ্যসূত্র:

১. এম মতিয়ুর রহমান, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৯৮-২৯৯। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!