জাস্টিসিয়া হচ্ছে একান্থাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণ

গণের বৈজ্ঞানিক নাম: Justicia L., Sp. Pl. 1: 15 (1753).

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae

বিভাগ: Angiosperms

অবিন্যাসিত: Eudicots

অবিন্যাসিত: Asterids

বর্গ: Lamiales

পরিবার: Acanthaceae 

গণ: Justicia

বিবরণ: জাস্টিসিয়া হচ্ছে একান্থাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এরা খাড়া, বিরলভাবে শয়ান বা আরোহী বীরুৎ বা গুল্ম। পাতা বৃন্তযুক্ত, অখন্ড, বিরল ক্ষেত্রে সভঙ্গ বা সূক্ষ্ম সভঙ্গ, কখনও কখনও সিষ্টোলিথ যুক্ত।

এদের পুষ্প অবৃন্তক বা সবৃন্তক, প্রান্তীয় বা কাক্ষিক স্পাইক বা যৌগিক মঞ্জরী, মাঝে মাঝে একল বা বিভিন্ন মঞ্জরীর সমষ্টি, সাইম গোলাপি, রক্তবর্ণ, লাল বা সাদা। মঞ্জরীপত্র রৈখিক বা তুরপুন আকার থেকে বৃহৎ পত্রসদৃশ। মঞ্জরীপত্রিকা কখনও ২টি, রৈখিক-বল্লমাকার, বিরলক্ষেত্রে অনুপস্থিত। বৃতি গভীরভাবে ৪-৫ খন্ডিত, খন্ড সরু, সমান বা অসমান, স্থূলাগ্র থেকে দীর্ঘাগ্র, ঈষৎ খসখসে। দলমণ্ডল ৫-খন্ডিত, ২-ওষ্ঠবিশিষ্ট, ২+৩টি, উপরের ওষ্ঠ কিছুটা হুডযুক্ত, খাড়া, নিচের ওষ্ঠ পশ্চাৎমুখী বক্র, খাঁজযুক্ত, নল কখনও সরু, ফানেল-আকৃতির, সোজা বা ভিতরের দিকে বাঁকানো। পুংকেশর ২টি, পুংদণ্ডের নিম্নাংশ মাঝে মধ্যে প্রসারিত, নলের মাঝ বরাবার সংযুক্ত, সামান্য বেরিয়ে আসে, পরাগধানী ২কোষী, অসমান, দীর্ঘায়ত বা রৈখিক, উপরিপন্ন বা সমান্তরাল, উপরের কোষ স্থূলাগ্র, ক্ষুদ্র উপাঙ্গযুক্ত, নিচের কোষ সাদা উপাঙ্গযুক্ত, যোজক চওড়া, পুংদণ্ডের সাথে আংশিকভাবে যমক, বন্ধ্যা পুংকেশর অনুপস্থিত। গর্ভাশয় ৪-ডিম্বকবিশিষ্ট, গর্ভদণ্ড সূত্রাকার, অধিকাংশই রোমশ, গর্ভমুণ্ড অসমানভাবে দ্বি-খন্ডিত। ক্যাপসিউল দীর্ঘায়ত, নিম্নাংশ কঠিন চঞ্চযুক্ত ডিম্বাকৃতি বা বিডিম্বাকৃতি-মুষলাকৃতি।

এদের বীজ ডিম্বাকার, গোলাকার বা অর্ধ-ত্রিকোনাকৃতির, চাপা, অমসৃণ, গুটিকাকার বা মসৃণ, সামান্য পিড়কাকৃতি বা কণ্টকিত।

জাস্টিসিয়া গণে বাংলাদেশে আছে ১২টি প্রজাতি। সবচেয়ে পরিচিত প্রজাতি হচ্ছে বাসক। নিবন্ধে ব্যবহৃত আলোকচিত্রটি বাসকের ফুল ও গাছের ছবি।

তথ্যসূত্র:

১. মমতাজ বেগম, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৮। আইএসবিএন 984-30000-0286-0

আরো পড়ুন:  মিরাবিলিস নিকটাগিনাসি পরিবারের একটি গণ

Leave a Comment

error: Content is protected !!