ভুটানি রঙ্গন বড় আকারের গুল্ম বিশেষ

ভুটানি রঙ্গন

বৈজ্ঞানিক নাম: Ixora athroantha Bremek., Indian Forester 85: 372 (1959). সমনাম: Ixora acuminata sensu Hook. f. (1880) pro parte, non Roxb. ইংরেজি নাম: জানা নেই। স্থানীয় নাম: ভুটানি রঙ্গন।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots বর্গ: Gentianales পরিবার: Rubiaceae গণ: Ixora প্রজাতি: Ixora athroantha.

ভূমিকা: ভুটানি রঙ্গন (বৈজ্ঞানিক নাম: Ixora athroantha) হচ্ছে রুবিয়াসি পরিবারের আইক্সোরা গণের  একটি সপুষ্পক গুল্ম। এটিকে বাংলাদেশে সংকটাপন্ন হিসাবে বিবেচিত।

ভুটানি রঙ্গন-এর বর্ণনা :

এই প্রজাতিটি বৃহৎ গুল্ম, কাণ্ড বলিষ্ঠ, মসৃণ, বাকল ধূসর-বাদামী। পাতা উপপত্রযুক্ত, উপপত্র প্রশস্তভাবে ডিম্বাকার, তীক্ষ্মাগ্র, ১০ মিমি পর্যন্ত লম্বা, পত্রবৃন্ত ৩ সেমি পর্যন্ত লম্বা, বলিষ্ঠ, পত্রফলক খুবই বৃহৎ, ১৮-৪৫ × ৭-১৫ সেমি, সম্পূর্ণ সরু হয়ে কীলকাকার গোড়ায় পরিণত, মসৃণ, নিম্নভাগ ফ্যাকাশে, শিরা স্পষ্ট।

পুষ্পবিন্যাস সামান্য মঞ্জরীদন্ডযুক্ত, সাধারণত ঘন, ৬-৯ × ৫-১০ সেমি, মঞ্জরীদন্ড ৪.৫ সেমি পর্যন্ত লম্বা, মঞ্জরীপত্র এবং মঞ্জরীপত্রিকা রেখাকার। পুষ্প সাদা বা ফ্যাকাশে লাল, সুগন্ধি। বৃতি নল ২ মিমি পর্যন্ত লম্বা, দন্তক ১-৪ মিমি লম্বা, বল্লমাকার, নলের সমান বা সামান্য লম্বা।

পাপড়ি নল মসৃণ, ৪০ মিমি পর্যন্ত লম্বা, খন্ডক আয়তাকার, স্থূলাগ্র, ছড়ানো বা ৯ মিমি পর্যন্ত লম্বা। পরাগধানী ৫ মিমি পর্যন্ত লম্বা। গর্ভমুন্ড ২.৫ মিমি পর্যন্ত লম্বা, গর্ভদন্ড বহির্মুখী, ৬ মিমি পর্যন্ত লম্বা। ফল ১০ মিমি পর্যন্ত প্রশস্ত।

ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল ও বংশ বিস্তার :

পাহাড়ী ঢালের উপর বনের আলোকিত এলাকা। ফুল ও ফল ধারণ সময়কাল এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। বীজ এবং কান্ডের শাখা কলম দ্বারা নতুন চারার জন্ম হয়।

বিস্তৃতি : ভুটান এবং ভারত। বাংলাদেশের কক্সবাজার জেলা থেকে Das et al. (2002) রিপোর্ট করেছেন।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ১০ম খণ্ডে (আগস্ট ২০১০)  ভুটানি রঙ্গন প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, আবাসস্থল ধ্বংস করার কারণে বাংলাদেশে এটি সংকটাপন্ন হিসেবে বিবেচিত। বাংলাদেশে ভুটানি রঙ্গন সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে ইন-সিটু এবং এক্স-সিটু উভয় পদ্ধতিতেই সংরক্ষণ করা প্রয়োজন।

আরো পড়ুন:  ফেরুলা ফটুডা এশিয়ায় জন্মানো ভেষজ গুল্ম

তথ্যসূত্র:

১. এম আতিকুর রহমান এবং এস সি দাস (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৮১ । আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি gbif.org থেকে নেওয়া হয়েছে। সংগ্রহ করেছেন: Puerto Rico by The New York Botanical Garden 

Leave a Comment

error: Content is protected !!