ছাবো পান পিপারাসি পরিবারের পিপার গণের একটি আরোহী গুল্ম

পিপারাসির প্রজাতি

ছাবো পান

বৈজ্ঞানিক নাম: Piper attenuatum Buch.-Ham. ex Wall., Cat. 6642 (1832). সমনাম: জানা নেই। ইংরেজি নাম: flat-branched pepper, oval-leaved pepper plant; স্থানীয় নাম: কাট্টুমুলক (মালয়ালম),  ছাবো (ভুটান)।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae; বিভাগ: Angiosperms; অবিন্যাসিত: Monocots; বর্গ: Liliales; গোত্র: Liliaceae; গণ: Piper L., Sp. Pl. 1: 28 (1753). প্রজাতি: Piper attenuatum Buch.-Ham. ex Wall., Cat. 6642 (1832).

বর্ণনা:  ছাবো পান (বৈজ্ঞানিক নাম: Piper attenuatum) পিপারাসি পরিবারের পিপার গণের একটি আরোহী গুল্ম।

ছাবো পানের শাখা-প্রশাখা কোণীয়, খাঁজকাটা। পাতা একান্তর, ডিম্বাকার বা উপবৃত্তাকার-ভল্লাকার, ৭-১২ X ৩-৫ সেমি, আকষ্মিক দীর্ঘাগ্র, নিম্নপৃষ্ঠ বিক্ষিপ্ত রোমাবৃত, পাদদেশ গোলাকার বা প্রায়শই তির্যক, পাদদেশ থেকে উপরের দিকে ৫-৭ শিরাল, প্রায়ক্ষেত্রেই ২টি একেবারে পাদদেশীয় শিরা বর্তমান। পুষ্পবাহী স্পাইক সরু, মসৃণ, মঞ্জরীদন্ড খাটো। পুং স্পাইক দীর্ঘায়ত, মঞ্জরীপত্র মঞ্জরীদন্ডলগ্ন, শীর্ষ ডিম্বাকার গোলাকার, পুংকেশর ২-৪টি, বহির্গামী, পরাগধানীগুলো একত্রিত, প্রায় অবৃন্তক। স্ত্রী স্পাইক অতি সরু, মঞ্জরীদন্ড মসৃণ, গর্ভাশয় ডিম্বাকার, গর্ভমুণ্ড ক্ষুদ্রাকার। ফল গোলকাকার ড্রুপ, অবৃন্তক, পাতলাভাবে একত্রিত। ফুল ও ফল ধারণ ঘটে আগষ্ট-এপ্রিল।

ক্রোমোসোম সংখ্যা: 2n = ২৬, ৩৯, ৫২ (Kumar and Subramaniam, 1986).

আবাসস্থল: আর্দ্র চিরহরিৎ অরণ্য।

বিস্তৃতি: ভারত এবং ভুটান। বর্তমানে ইহা সিলেট জেলার বনভূমি থেকে রিপোর্ট হয়েছে।

অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: পানিতে ভিজিয়ে নরম করা শিকড় একটি উত্তম মূত্রবর্ধক (Kirtikar et al., 1935).

জাতিতাত্বিক ব্যবহার: জানা নেই।

বংশ বিস্তার: কর্তিত কান্ডের মাধ্যমে। প্রজাতিটির সংকটের কারণ ও আবাসস্থল ধ্বংস।

অন্যান্য তথ্য: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৯ম খণ্ডে (আগস্ট ২০১০) ছাবো পান প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র সংকটের কারণ আছে এবং বাংলাদেশে এটি সংকটাপন্ন (VU) হিসেবে বিবেচিত। বাংলাদেশে ছাবো পান সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটি বর্তমানে স্ব-স্থানে এবং স্ব-স্থানের বাইরে সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।[১]

আরো পড়ুন:  বন পিপুল নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের আরোহী গুল্ম

তথ্যসূত্র:

১. এম আহসান হাবীব, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৫৫। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!