পদ্ম গুলঞ্চ লতা এশিয়ায় জন্মানো এক উপকারি ঔষধি উদ্ভিদ

লতার প্রজাতি

পদ্ম গুলঞ্চ

বৈজ্ঞানিক নাম: Tinospora crispa; সমনাম: Menispermum crispum L., Tinospora gibbericaulis Hand.-Mazz., Tinospora mastersii Diels, Tinospora thorelii Gagnep.; বাংলা নাম: পদ্ম গুলঞ্চ, গুড়ুচ, গুলঞ্চ লতা, গিলো; ইংরেজি নাম: Guduchi and Giloy
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants; বিভাগ: Magnoliophyta; শ্রেণি: Magnoliopsida; বর্গ: Ranunculales; পরিবার: Menispermaceae; গণ: Tinospora; প্রজাতি: Tinospora crispa. (L.) Hook. f. & Thomson

পরিচিতি: পদ্ম গুলঞ্চ বা গুলঞ্চ বা গুড়ুচ (বৈজ্ঞানিক নাম: Tinospora crispa) হচ্ছে মেনিস্পারমাসি পরিবারের টিনোস্পোরা গণের একটি লতানো সপুষ্পক উদ্ভিদ। এই লতার আদি নিবাস ভারতীয় উপমহাদেশ এবং এটি ভারত, বাংলাদেশ, নেপাল, ও মায়ানমারে সহজে পাওয়া যায়। এই গুলঞ্চের পাতাও ঘোড়া গুলঞ্চের মতো পানের আকার, তবে একটু বড়।  এর পাতার রস অধিক তিক্ত যে কারণে উপকারিতাও বেশি।[১] এদের লতার গায়ে ঘন বুটি থাকে; পদ্মবীজের চাকায় যেমন থাকে সেইরকম। এই লতাগাছের পাতাগুলি রোমশ নয়।

আরো পড়ুন: গুলঞ্চ লতার ঔষধি গুণাগুণ

এই বৃক্ষারোহী গাছ কখন কখন গ্রামের বেড়ায় দেখা যায়। প্রাচীন কালে এদের ব্যবহার ছিল সীমিত ও সাধারণ। কখনো জ্বর হলে এর পাতা ভাজি করে খাওয়ানো হয়েছে বা লতার কাণ্ড ছেঁচে রস করে খাওয়ানো হয়েছে রোগীকে। শিশুদের বুকের দুধ ছাড়ানোর জন্যে এর পাতার তিক্ত রস ব্যবহার করা হয়েছে, অরুচিতে চিবোনো হয়েছে এর পাতা। তবে চরক আমল থেকে এদের ব্যবহার ক্রমাগতভাবে বেড়ে চলেছে। আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান আমাদের এই লতার উপযোগিতা সম্পর্কে ধারণা বিস্তৃত করেছে নিঃসন্দেহে।

প্রায় ১২ হাজার বছর আগে থেকে আমরা যখন বনজঙ্গলের কঠিন জীবন থেকে খাদ্য বাসস্থান, পোশাকের সহজ সংস্থান এবং নিরাপত্তার জন্যে শহর পত্তন করেছি তখন আমাদের সঙ্গে সঙ্গে বাড়ি বয়ে এসেছে কিছু অনাদুরে পাখি যেমন, কাক চিল চড়ুই। কিছু অপাংক্তেয় গুল্মলতাও যেন এসেছে আমাদের সঙ্গে যা এখনও বাস করে আমাদের সমান্তরালে, যাদের দেখতে পাই ফুটপাথ-সংলগ্ন দেয়ালে, পরিচর্যাহীন জায়গায়, ঝোপঝাড়ে, আমগাছ নিমগাছের সঙ্গে। সেই লতাদের অন্যতম একটি হল গুলঞ্চ লতা, শীতকালে যার পাতা ঝরে যায়, বসন্তে সমাগম। এহেন লতা যেন চোখেই পড়তে চায় না আমাদের, আগাছা ভেবে আমরা চিরকাল অবজ্ঞাই করে এসেছি এদের, উপকারিতা এবং অর্থনৈতিক গুরুত্ব বুঝে উঠতে পারিনি।

আরো পড়ুন:  বিছুটি ভেষজ গুণে ভরা বর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ

তথ্যসূত্রঃ

১. আয়ূর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য, চিরঞ্জীব বনৌষধি খন্ড ১, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৩, পৃষ্ঠা, ১৬৭-১৭১।

Leave a Comment

error: Content is protected !!