এভারোয়া হচ্ছে অক্সালিডাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের গণের নাম

উদ্ভিদের গণ

এভারোয়া

গণের নাম: Averrhoa (এভারোয়া) L., Sp. P.: 428 (1753).
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Eudicots অবিন্যাসিত: Rosids বর্গ: Oxalidales পরিবার: Oxalidaceae গণ: Averrhoa

ভূমিকা: এভারোয়া হচ্ছে অক্সালিডাসি পরিবারের সপুষ্পক একটি উদ্ভিদ গণের নাম। এই গণের প্রজাতিগুলো বৃক্ষ প্রকৃতির হয়ে থাকে। কামরাঙা এবং বিলিম্বি হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত এই গণের দুটো প্রজাতি।

বিবরণ: এভারোয়া গণের প্রজাতি ছোট থেকে মাঝারি আকারের বৃক্ষ হয়। পাতা একান্তর, প্রায় অবৃন্তক, প্রায় প্রতিমুখ থেকে একান্তর কতকগুলি পত্রক এবং একটি বৃহদাকৃতির অখন্ড প্রান্তীয় পত্রকবিশিষ্ট। প্যানি কাক্ষিক বা প্রধান কান্ড থেকে বের হয়।

পুষ্প বৃন্তক, অসম গর্ভদন্ডবিশিষ্ট। ডিস্ক বর্তমান। পুংকেশরগুলো পাদদেশের কাছাকাছি যুক্ত। ফল দীর্ঘায়ত, রসালো। বীজ উপবৃত্তীয়-দীর্ঘায়ত।

তথ্যসূত্র:

১.  এম. এ হাসান  (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৬৯। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Judgefloro

আরো পড়ুন:  এলস্টোনিয়া হচ্ছে এপোসিনাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের গণ

Leave a Comment

error: Content is protected !!