ক্যামেলিয়া থেয়াসি পরিবারের এরিকালিস গণের শোভাবর্ধনকারী সপুষ্পক উদ্ভিদ

ফুল

ক্যামেলিয়া

বৈজ্ঞানিক নাম: Camellia japonica. সমনাম : Chalcas paniculata L. (1767), Murraya exotica L. (1771). ইংরেজি নাম: common camellia, Japanese camellia, or tsubaki. স্থানীয় নাম: ক্যামেলিয়া।
জীববৈজ্ঞানিকশ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae, বিভাগ: Angiosperms, বর্গ: Eudicots, পরিবার: Theaceae, গণ: Ericales. প্রজাতি: Camellia japonica. 

ভূমিকা: ক্যামেলিয়া (বৈজ্ঞানিক নাম: Camellia japonica, ইংরেজি নাম: common camellia, Japanese camellia, or tsubaki) হচ্ছে Theaceae পরিবারের Ericales  গণের সপুষ্পক উদ্ভিদ।  এই প্রজাতি বিভিন্ন রঙের সুগন্ধি ফুল বিশিষ্ট ছোট বৃক্ষ এটি।  

বিবরণ: ক্যামেলিয়া ছোট বাহারী গাছ। জর্জ জোসেফ ক্যামেল-এর নামানুসারে Camellia নামকরণ হয়েছে। পাতা ডিম্বাকৃতি ও এর কিানারা খাঁজকাটা এবং উপরিভাগ মসৃণ সবুজ। ঝোপঝাড় বিশিষ্ট গাছটি আকর্ষণীয়। ফুল দেখতে অপূর্ব। গোলাকৃতি ডবল ফুল। পাপড়ি সংখ্যা পাঁচটি। লাল বা গোলাপি রঙের ফুল হয়। প্রকারভেদে পাপড়ি সংখ্যা বাড়তে পারে।

এপ্রিল থেকে জুন ফুল ফোটার সময়। বীজ বা কাটিং থেকে বংশ বাড়ে। ঢাকার বলধা গার্ডেনে এদের দেখা যায়। এর প্রজাতি সংখ্যা ৮২।

বিস্তৃতি: ক্যামেলিয়া ফুলের আদিবাস জাপান। এছারাও চীন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কোরিয়াসহ অনেক দেশে এই ফুল জন্মে।

তথ্যসূত্র:

১ শেখ সাদী, উদ্ভিদকোষ, দিব্যপ্রকাশ, ঢাকা, প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৮, পৃষ্ঠা, ১১৪।

আরো পড়ুন:  হলুদ লাপছো বা হলুদ পোউ মধ্য ও দক্ষিণ আমেরিকার সপুষ্পক দৃষ্টিনন্দন বৃক্ষ

Leave a Comment

error: Content is protected !!