ভূমিকা: কমলা লেবু বা কমলা (বৈজ্ঞানিক নাম: Citrus reticulata ইংরেজি নাম: Mandarin, Orange) হচ্ছে রুটেসি পরিবারের সাইট্রাস গণের একটি সপুষ্পক উদ্ভিদ। এই প্রজাতিটি ছোট বৃক্ষ আকারের হয়ে থাকে। এবং এদের ফল টক-মিষ্টি স্বাদ যুক্ত হয়।
বর্ণনা: কমলা লেবু ছোট কন্টকিত বৃক্ষ, সরু শাখা প্রশাখা বিশিষ্ট। পত্র একপত্রক, বৃন্তক, পত্রবৃন্ত খাটো, প্রায় ২ মিমি প্রশস্ত, সামান্য দাগ যুক্ত, শীর্ষ সন্ধিযুক্ত, পত্রক প্রশস্ত থেকে সরু বল্লমাকার বা উপবৃত্তাকার, শীর্ষ এবং গোড়া সূক্ষ্মাগ্র, অনিয়মিতভাবে গোলাকার দপ্তর বা প্রান্ত বরাবর অণু গোলাকার দন্তর। পুষ্পবিন্যাস কাক্ষিক, ২ থেকে ৩ সারি গুচ্ছাকার বা একল পুষ্প । পুষ্প উভলিঙ্গ। বৃত্যংশ ৫টি, হালকা সবুজ। পাপড়ি ৫টি, আয়তাকার, সাদা।
পুংকেশর ১৪-১৯টি, পুংদন্ড বহু গুচ্ছীয়, ২টি বা ৩টি, মুক্ত, সাদা, পরাগধানী হলুদ। গর্ভাশয় গোলাকার বা কমলা লেবু আকার, গর্ভদন্ড বেলনাকার, গভমুন্ড মুন্ডাকার। ফল চাপা গোলাকার বা অর্ধগোলাকার বেরী, খোসা পাতলা, হালকা, খন্ডক ৭-১৪টি, সহজে পৃথকযোগ্য, উজ্জ্বল কমলা বা উজ্জ্বল লোহিত-কমলা যখন পূর্ণ পরিপক্ক, রস মিষ্টি যা । বৈশিষ্ট্যপূর্ণ গন্ধযুক্ত। বীজ প্রত্যেক ফলে ১০-১৪টি, একপ্রান্ত সূক্ষ্ম, সস্য সবুজ। এদের ফুল ও ফল ধারণ ঘটে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে।
ক্রোমোসোম সংখ্যা : 2n = ১৮, ৩৬ (Kumar and Subramaniam, 1986).
আবাসস্থল ও চাষাবাদ: বাগনে লাগানো হয় । বীজ, বাডিং এবং শাখাপ্রশাখার গুটি কলম দ্বারা নতুন চারা জন্মে।
বিস্তৃতি: মান্ডারীন সম্ভবত দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বদেশী। পৃথিবীর সমগ্র উষ্ণমন্ডলীয় এবং অর্ধউষ্ণমন্ডলীয় এলাকায় আবাদী। বাংলাদেশের মৌলভী বাজার এবং সিলেট জেলায় আবাদী।
ঔষধি ব্যবহার: তাজা ফল ভক্ষণীয়, মিষ্টান্ন এবং সতেজ কারক পানীয়, বলকারক ঔষধ ও শরবত তৈরীতে ব্যবহৃত হয়। পেকটিন এবং উদ্বায়ী তেল যা বাকল থেকে উদ্ভূত এবং পুষ্প সুগন্ধি করণে ব্যবহৃত হয়।
ফল জ্বর, রক্ত বিশুদ্ধকরণ এবং ক্ষুধা বৃদ্ধিতে ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। বাকল পাকস্থলীয় বায়ুনাশক। এবং অজীর্ণতা, বমি, পাকস্থলীয় পোকা এবং চর্মরোগ নির্মূলে ব্যবহৃত হয় (Begum, 1987).
জাতিতাত্বিক ব্যবহার: ইন্দোনেশিয়ায় বাকল সালাদের সাথে ব্যবহৃত হয়।
অন্যান্য তথ্য: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের খণ্ডে ১০ম(আগস্ট ২০১০) কমলা লেবু প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত। বাংলাদেশে কমলা লেবু সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে এটি সংরক্ষণের তেমন প্রয়োজন নেই।[১]
তথ্যসূত্র:
১. এম. আমান উল্লাহ (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৭১। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: George Chernilevsky
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।