[otw_shortcode_info_box border_type=”bordered” border_color_class=”otw-red-border” border_style=”bordered” rounded_corners=”rounded-10″]পরিবারের নাম: Oxalidaceae. Brown (1817) জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Eudicots অবিন্যাসিত: Rosids বর্গ: Oxalidales পরিবার: Oxalidaceae[/otw_shortcode_info_box]
ভূমিকা: অক্সালিডাসি (ইংরেজি: Oxalidaceae) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের পরিবারের নাম। এই পরিবারটি Oxalidales বর্গের অন্তর্ভুক্ত। এই পরিবারের ৫টি গণে বৃক্ষ, গুল্ম ও বিরুৎ জাতীয় উদ্ভিদ রয়েছে। সবচেয়ে বড় গণ অক্সালিসে মোট পাঁচটি গণে প্রায় ৫৭০টি প্রজাতি রয়েছে। কামরাঙা এই পরিবারের গুরুত্বপূর্ণ প্রজাতি।
বিবরণ: অক্সালিডাসি পরিবারের প্রজাতিগুলো বীরুৎ, গুল্ম অথবা ছোট আকারের বৃক্ষ, সচরাচর দ্রবণীয় এবং দানাদার উভয় প্রকার অক্সালেট সঞ্চয়কারী। পাতা পাদদেশীয় অথবা কান্ডজ, একান্তর, সচরাচর করতল বা পক্ষল যৌগিক। পত্ররন্ধ্র প্যারাসাইটিক।
পুষ্পমঞ্জরী কাক্ষিক যৌগিক মঞ্জরী বা ছত্রমঞ্জরী সদৃশ। পুষ্প নিয়ত, গর্ভপাদী, উভলিঙ্গ, ৫-গুণিতক, অধিকাংশই ত্রিরুপী অসম গর্ভদভাবস্থা প্রদর্শন করে। বৃত্যংশ ৫টি, মুক্ত। পাপড়ি ৫টি, মুক্ত অথবা কখনও পাদদেশে কিছুটা যুক্ত।
পুংকেশর সচরাচর ১০টি, প্রায় সুস্পষ্টভাবে ২টি চক্রে সজ্জিত, বাইরের পুংদন্ডগুলো খর্বাকৃতির এবং পাপড়ির প্রতিমুখ, কদাচিৎ ১৫টি এবং ৩টি চক্রে সজ্জিত, পরাগধানী অনুদৈর্ঘ্য বরাবর বিদারিত হয়। গর্ভপত্র ৫টি, কখনও ৩টি, মুক্ত, গর্ভাশয় ৩-৫ কোণীয়, অমরাবিন্যাস অক্ষীয়। ফল ক্যাপসিউল বা বেরী।
Oxalidaceae গোত্রটি ৭ থেকে ৮টি গণভূক্ত প্রায় ৯০০টি প্রজাতি নিয়ে গঠিত, অধিকাংশই গ্রীষ্ম এবং অর্ধ গ্রীষ্মমণ্ডলে বিস্তৃত। বাংলাদেশে এই গোত্রের ৩টি গণভূক্ত ৭টি প্রজাতি পাওয়া যায়।
তথ্যসূত্র:
১. এম. এ হাসান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৬৯। আইএসবিএন 984-30000-0286-0
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।