চপ চোপা দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার পর্ণমোচী মুকুটযুক্ত সুদর্শন বৃক্ষ

ভূমিকা: চপ চোপা বা কুজি-থেকেরা বা টেকরা বা ডেঙ্গা দাতি হচ্ছে Clusiaceae পরিবারের গারসিনিয়া গণের একটি সপুষ্পক বৃক্ষ। এরা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার পর্ণমোচী গাছ। এরা সাধারণত ২০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এদের ফুল ও ফল ধারণ ঘটে ডিসেম্বর থেকে আগস্ট মাসে।

বৈজ্ঞানিক নাম: Garcinia kydia Roxb., Fl. Ind. 2: 623 (1832). সমনাম: Garcinia cowa T. Anders. (1874). বাংলা নাম: কুজি-থেকেরা, চপ চোপ, টেকরা, ডেঙ্গা দতি। ইংরেজি নাম: জানা নেই

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্যঃ Plantae – Plants উপরাজ্যঃ Tracheobionta – Vascular plants বিভাগ: Magnoliophyta – Flowering plants শ্রেণী: Magnoliopsida – Dicotyledons উপশ্রেণিঃ Dilleniidae বর্গঃ Theales পরিবার: Clusiaceae – Mangosteen family গণ: Garcinia L. – saptree প্রজাতি: Garcinia kydia Roxb., Fl. Ind. 2: 623 (1832).

বিবরণ: চপ চোপা পর্ণমােচী বৃক্ষ, ২০ মিটার পর্যন্ত উঁচু, মুকুটযুক্ত, সুদর্শন, বাকল কালচে বাদামী, অমসৃণ, ফাটা, হলুদ তরুক্ষীর যুক্ত যা শক্ত গদে পরিনত, ক্ষুদ্র শাখা প্রস্থচ্ছেদে গেলাকার, রােমশ বিহীন, প্রায়শ নিম্নমুখী ঝোঁকা, শুষ্কাবস্থায় কালােবর্ণ যুক্ত।

চপ চোপা গাছের পাতা সরল, ৮-১৫ x ২-৪ সেমি, ডিম্বাকার-দীর্ঘায়ত, কদাচিৎ বিডিম্বাকার-দীর্ঘায়ত থেকে ভল্লাকার, দীর্ঘাগ্র, সরু, কাগজবৎ, রােমশ বিহীন, চকচকে, মূলীয় অংশ সূক্ষ্মাগ্র, পার্শ্বীয় শিরা প্রায় ১২ জোড়া, বৃন্ত ০.৮-১.২ সেমি লম্বা।

এদের পুং পুষ্প ক্ষুদ্র অক্ষীয় বা শীর্ষীয় আম্বেলে জন্মে, পুষ্প ৩-৫ টি, কদাচিৎ একল, ব্যাস ২ সেমি, মঞ্জরীদন্ড ১.০-১.৫ সেমি লম্বা, পুষ্পবৃন্ত ৬ মিমি লম্বা, পুরু, মুষলাকৃতি রােমশ বিহীন, বৃত্যংশ ৪ টি, ৫-৬ মিমি লম্বা, হলুদ ডিম্বাকার, স্থূলা, সম, পাপড়ি ৪ টি, ফিকে হলুদ, ২ সেমি লম্বা, প্রশস্ত ডিম্বাকার, অবতল।। পুংকেশর অসংখ্য, পরাগধানী ২-কোষী, ৪ টি ফাটল দ্বারা বিদারী, হ্রাসপ্রাপ্ত গর্ভকেশর অনুপস্থিত বা কাদাচিৎ শীর্ষাংশে ২ খন্ড যুক্ত। স্ত্রী পুষ্প একল, অক্ষীয় ও শীর্ষীয়, অবৃন্তক, বৃত্যংশ ও পাপড়ি পুংপুষ্পের বৃত্যংশ ও পাপড়ির সমান, বন্ধ্যা পুংকেশর ৪ টি, ক্ষুদ্র, ৩ বা ৪ খন্ডিত, পাপড়ির সাথে একান্তর। গর্ভাশয় গােলাকার, অদন্ডক, ৬-৮ কোষী, ৬-৮ খন্ড যুক্ত, গর্ভমুন্ড অর্থদন্তক, রসালাে, ৬-৮ টি প্রসারিত রশ্মি যুক্ত।

আরো পড়ুন:  থেচু লুসিয়াসি পরিবারের গারসিনিয়া গণের বাংলাদেশ ভারত মায়ানমারের বৃক্ষ

এদের ফল বেরি, ২.৫-৫.০ সেমি ব্যাস বিশিষ্ট, চাপা, স্তনাকৃতি উপবৃদ্ধি যুক্ত যার ওপর স্থায়ী গর্ভমুন্ড সন্নিহিত, গাঢ় লালাভ বাদামী। বীজ প্রতিফলে ৬৮ টি, ২ সেমি লম্বা, বীজোপাঙ্গ কোমল, অক্ষীয়, রসালাে। ফুল ও ফল ধারণ ৪ ডিসেম্বর-আগস্ট।

ক্রোমােসােম সংখ্যা: জানা নেই।

আবাসস্থল ও চাষাবাদ: সমুদ্র পৃষ্ট থেকে ৬০০ মিটার পর্যন্ত উঁচু উষ্ণ মন্ডলীয় অরণ্য। বীজ দ্বারা বংশ বিস্তার।

বিস্তৃতি: ভারত (আসাম, মেঘালয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), মায়ানমার ও মালয়েশিয়া। Singh (1993) কর্তৃক বাংলাদেশ থেকে এটি রিপাের্টকৃত।

অর্থনৈতিক ব্যবহার ও গুরুত্ব: এই উদ্ভিদ থেকে নিকৃষ্টমানের রজন উৎপাদিত হয়। ফল আমাশয় ও শিরপীড়ায় উপকারী (Singh, 1993)। কাষ্ট আসবাবপত্র তৈরির অনুপযােগী, জ্বালানিরূপে ব্যবহার করা হয়।

অন্যান্য তথ্য:বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৭ম খণ্ডে (আগস্ট ২০১০) চপ চোপা প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, প্রজাতিটির সংকটের কারণ আবাসস্থল ধ্বংস। বাংলাদেশে চপ চোপা সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। বর্তমানে বাংলাদেশে এদের বর্তমান অবস্থা সম্পর্কে বলা হয়েছে এটি সম্পর্কে তথ্য সংগৃহীত হয়নি (NE). প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে অনুসন্ধানের মাধ্যমে প্রজাতিটির অবস্থান জানা দরকার এবং উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ প্রয়ােজন। ।[১]

আলোকচিত্র: লেখায় ব্যবহৃত মূল চিত্রটি ন্যাশনাল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্যারিসের সৌজন্যে প্রাপ্ত।

তথ্যসূত্র:

১. বি এম রিজিয়া খাতুন (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২২৫-২২৬। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!