কন্যারি বাংলাদেশ, ভারত মায়ানমারের বিপন্ন বৃক্ষ

কন্যারি

বৈজ্ঞানিক নাম: Gardenia coronaria, সমনাম: Gardenia costata, বাংলা ও স্থানীয় নাম: কন্যারি বা কন্নারি (চট্টগ্রাম), বেলা (সিলেট), কইনার, কনিয়ারা, আনকামাল, বনকামাল, বাটা, বট্টা, পাইন্যা ফুল, সিতগাছ, রানখাই, রাং-খু (মগ), রাগেশফুল (চাকমা) ইত্যাদি। ইংরেজি নাম: Crown Gardenia, Orange Gardenia,
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস:
জগৎ/রাজ্য: Plantae – Plants, উপরাজ্য: Tracheobionta – Vascular plants, অধিবিভাগ: Spermatophyta – Seed plants, বিভাগ: Magnoliophyta – Flowering plants, শ্রেণী: Magnoliopsida – Dicotyledons, উপশ্রেণি: Asteridae, বর্গ:  Rubiales, পরিবার: Rubiaceae – Madder family, উপপরিবার: গণ: Gardenia Ellis – ardenia, প্রজাতি: Gardenia coronaria Ham.

পরিচিতি: কন্যারি ছোট থেকে মধ্যম আকৃতির পাতাঝরা বৃক্ষ, উচ্চতায় ৭-৯ মিটার পর্যন্ত হয়। গাছের গুঁড়ি কান্ড সরল সোজা এবং বাকল মসৃণ ও ধূসর বর্ণের। এদের পাতা আয়তাকার, লম্বায় ১০-২৫ সেন্টিমিটার, কিনারা মসৃণ ও আগা সূচালো। পাতার শিরাবিন্যাস স্পষ্টরূপে প্রতীয়মান।  মার্চ-এপ্রিল মাসে পাতার কক্ষে একক বড় আকারের গন্ধরাজ ফুলের মতো সুগন্ধিযুক্ত সাদা বর্ণের ফুল ফোটে। শুকিয়ে যাওয়ার আগে ফুলগুলো হলুদ বর্ণে পরিবর্তিত হয়। ফল বোটাযুক্ত ডিম্বাকার, লম্বায় ২.৫ সেন্টিমিটার, ফলের উপরিভাগে ৫টি লম্বালম্বি রেখাযুক্ত এবং শেষপ্রান্ত ভাগ ঠোট আকৃতি বিশিষ্ট। ডিসেম্বর-জানুয়ারি মাসে ফল পরিপক্ক হয়। প্রতিটি ফলে ছোট আকারের অনেক বীজ থাকে। 

ভৌগোলিক বিস্তৃতি: বাংলাদেশ, ভারত ও মায়ানমার পর্যন্ত বিস্তৃত।

বাংলাদেশে বিস্তৃতি ও প্রাপ্তিস্থান: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও মৌলভিবাজারের মিশ্র চিরসবুজ বনে বিক্ষিপ্তভাবে জন্মানো কন্যারি গাছ কদাচিৎ দেখা যায়। এ ছাড়া ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানে লাগানো কিছু কন্যারি গাছ রয়েছে।

প্রজনন ও বংশবিস্তার: বনাঞ্চলে প্রাকৃতিকভাবে কন্যারি বীজ থেকে চারা ও গাছ জন্মায়। নার্সারিতে পলিব্যাগে বা বেডে বীজ বপন করে চারা উৎপাদন করা যায়। বর্ষার শুরুতে জুন মাসে এক বছর বয়সী কন্যারি চারা লাগানো যায়।

আরো পড়ুন:  পাতি অলকনন্দা গ্রীষ্মমণ্ডলের শোভাবর্ধনকারী গাছ

গুরুত্ব ও ব্যবহার: কাঠ হলুদাভ বর্ণের ও সুন্দর মসৃণ। বাঁকানো-মোড়ানো ও নকশা-খোদাই করার কাজে কাঠ ব্যবহৃত হয়। বাতের ব্যাথা ও ব্রংকাইটিস রোগ নিরাময়ে পাতা ব্যবহৃত হয়। কন্যারি গাছের ফুল গন্ধরাজ ফুলের মতো সুগন্ধিযুক্ত ও আকর্ষণীয় হওয়ায় বিনোদনমূলক পার্ক ও বাগানসমূহে লাগানো হয়।

সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ: আরণ্যক ফাউন্ডেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর সহযোগীতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ২০১১, ২০১২ ও ২০১৫ সালে কন্যারির চারা লাগিয়ে প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করেছে। এ ছাড়া ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যানের ৪১ ও ৪৬ নম্বর সেকশনে লাগানো কিছু কন্যারি গাছ সংরক্ষিত অবস্থায় রয়েছে।

Leave a Comment

error: Content is protected !!