ভূমিকা:বরাসুস হচ্ছে এরিকাসি পরিবারের সপুষ্পক একটি উদ্ভিদের গণের নাম। এই গণের প্রজাতিগুলো লম্বা আকারের হয়ে থাকে। এই গণে তাল খুব পরিচিত বৃক্ষ।
বিবরন: উঁচু বৃক্ষ, কান্ড নিষ্কন্টক ও দৃঢ়। পাতা প্রান্তীয়, পাখাকৃতি, কুঞ্চিতরূপে বহু খন্ডিত, বৃন্ত কন্টকিত, অনুফলক ক্ষুদ্র উদ্ভিদ ভিন্নবাসী। মঞ্জরীদন্ড উন্মুক্ত চিমসা দ্বারা আবৃত।
পুংপুষ্প ক্ষুদ্র, ঝিল্লিময় মঞ্জরীপত্রের সাথে যুক্ত, স্পেডিক্সের পুষ্প মঞ্জরী অক্ষ বৃদ্ধির সাথে ক্ষুদ্র অনুমঞ্জরীর এক পার্শ্বে দ্বিসারী এবং সরল শাখান্বিত স্পেডিক্সের বেলনাকার দৃঢ় শাখার গর্ত থেকে এক এক করে বাইরে প্রসারিত। পুষ্পপুট বর্মপত্রযুক্ত, খন্ডক প্রান্ত আচ্ছাদী, দ্বিসারী, বাইরের ৩টি সরু কলকাকার, শীর্ষ ভিতরে পাকানো, ভিতরের ৩টি খাটো, ডিম্বাকৃতি-চমসাকার।
পুংকেশর ৬ টি, পরাগধানী আংশিক দন্ডক, দীর্ঘায়ত। বন্ধ্যা গর্ভকেশর ৩ টি, দৃঢ় রোমাকৃতি। স্ত্রীপুষ্প বর্তুলাকার, বৃহৎ, একল বা অল্প সংখ্যক কম শাখান্বিত স্পেডিস্কের গায়ে বিক্ষিপ্ত, পুষ্পপুট রসাল, অতি বাড়ন্ত, দ্বিসারী, বাইরের ৩ টি বৃক্কাকার, প্রান্ত আচ্ছাদী, ভিতরের ৩ টি ক্ষুদ্র, সংবর্ত, বন্ধ্যা পুংকেশর ৬ থেকে ৯ টি, গভপত্র ৩ থেকে ৪ টি গোলাকারে একত্রিত, অখন্ড বা ৩-৪ খন্ড যুক্ত, গভশয় ৩-৪ প্রকোষ্ঠী, ডিম্বক ঋত মূলীয়, গর্ভমুণ্ড ৩, অদন্ডক, ভিতরে পাকানো।
ফল বৃহৎ, আংশিক বর্তুলাকার ডুপ, ১-৩ বিডিম্বাকার ও তন্তুময় অন্তর্বীজ যুক্ত। ফলত্বক পাতলা, রসাল। এদের বীজ দীর্ঘায়ত, শীর্ষ ৩-খন্ড যুক্ত, বীজ বহিস্তৃক অন্তর্বীজ লগ্ন, সস্য গর্তযুক্ত, সুষম, ভ্রণ আংশিক শীর্ষীয়।
এই গণে বাংলাদেশে পাওয়া প্রজাতিটি হচ্ছে তাল।
তথ্যসূত্র:
১. এম. জসিম উদ্দিন (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১০৩। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Ranjith Siji
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।