হেরিটিয়েরা মালভেসি পরিবারের একটি গণের নাম

উদ্ভিদের গণের নাম

হেরিটিয়েরা

গণের বৈজ্ঞানিক নাম: Heritiera Ait., Hort. Kew 3: 456 (1789). (হেরিটিয়েরা), সমনাম: Argyrodendron F.Muell. Tarrietia Blume
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Eudicots অবিন্যাসিত: Rosids বর্গ: Malvales পরিবার: Malvaceae উপপরিবার: Sterculioideae গণ: Heritiera

ভূমিকা: হেরিটিয়েরা হচ্ছে মালভেসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণে প্রায় ৪০টি প্রজাতি আছে।

বিবরণ: এই গণের উদ্ভিদেরা বৃক্ষ। এদের পত্র সরল অথবা আঙ্গুলাকৃতিভাবে যৌগিক, একান্তর অথবা সর্পিলাকার, পত্রবৃন্তক উভয় প্রান্তে পুরু, উপপত্র শীঘ্রমােচী। পুষ্প ছােট, একলিঙ্গ, অক্ষীয় অথবা উপরের পাতার ক্ষতদাগে বিন্যস্ত । বৃত্যংশ ৫টি, গােড়ায় সংযুক্ত, বৃতি ঘন্টাকার অথবা কলসাকার, তারকাকার-লােমশ। পাপড়ি অনুপস্থিত। পুং পুষ্প ৮-১০ পুংকেশরবিশিষ্ট। স্ত্রী পুষ্প ৪-৬ প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়যুক্ত, প্রতি প্রকোষ্ঠে একটি ডিম্বকযুক্ত, গর্ভদন্ড খাটো, গর্ভমুন্ড ৪-৫টি, মুক্ত। ফল একটি সামারা, অবিদারী, পক্ষযুক্ত অথবা তরীদলযুক্ত।

এই গণে প্রায় ৪০টি প্রজাতি আছে। বাংলাদেশে এই গণের মোট ৩টি প্রজাতি আছে যাদের নামগুলো হচ্ছে সুন্দরী, আইনা এবং চোকলা

তথ্যসূত্র:

১. এম আহসান হাবীব (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৪২। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!