ভূমিকা: হেরিটিয়েরা হচ্ছে মালভেসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণে প্রায় ৪০টি প্রজাতি আছে।
বিবরণ: এই গণের উদ্ভিদেরা বৃক্ষ। এদের পত্র সরল অথবা আঙ্গুলাকৃতিভাবে যৌগিক, একান্তর অথবা সর্পিলাকার, পত্রবৃন্তক উভয় প্রান্তে পুরু, উপপত্র শীঘ্রমােচী। পুষ্প ছােট, একলিঙ্গ, অক্ষীয় অথবা উপরের পাতার ক্ষতদাগে বিন্যস্ত । বৃত্যংশ ৫টি, গােড়ায় সংযুক্ত, বৃতি ঘন্টাকার অথবা কলসাকার, তারকাকার-লােমশ। পাপড়ি অনুপস্থিত। পুং পুষ্প ৮-১০ পুংকেশরবিশিষ্ট। স্ত্রী পুষ্প ৪-৬ প্রকোষ্ঠবিশিষ্ট গর্ভাশয়যুক্ত, প্রতি প্রকোষ্ঠে একটি ডিম্বকযুক্ত, গর্ভদন্ড খাটো, গর্ভমুন্ড ৪-৫টি, মুক্ত। ফল একটি সামারা, অবিদারী, পক্ষযুক্ত অথবা তরীদলযুক্ত।
এই গণে প্রায় ৪০টি প্রজাতি আছে। বাংলাদেশে এই গণের মোট ৩টি প্রজাতি আছে যাদের নামগুলো হচ্ছে সুন্দরী, আইনা এবং চোকলা।
তথ্যসূত্র:
১. এম আহসান হাবীব (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৪২। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।