লিচি হচ্ছে সাপিন্ডাসি পরিবারের সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম

উদ্ভিদের গণ

লিচি

গণের নাম: Litchi Sonn., Voy. Ind. Or. Chine 2: 230, t. 129 (1782). জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Eudicots অবিন্যাসিত: Rosids বর্গ: Sapindales পরিবার: Sapindaceae গণ: Litchi

ভূমিকা:লিচি হচ্ছে সাপিন্ডাসি পরিবারের সপুষ্পক একটি উদ্ভিদের একটি গণের নাম। এই গণের কেবল একটি প্রজাতি পাওয়া যায় এবং সেটি আমাদের খুব পরিচিত ফল লিচু। এরা বড় থেকে মাঝারি আকারে হয়ে থাকে।

বিবরণ: লিচি গণের একমাত্র প্রজাতিটি সহবাসী বৃক্ষ। পত্র সর্পিলাকারে সজ্জিত বা কখনো প্রায় প্রতিমুখ, অচূড় পক্ষল, ১-৪ পত্রক, পত্রবৃন্ত এবং পত্রক অক্ষ পক্ষযুক্ত নয়, উপপত্রহীন, পত্রক প্রতিমুখ, নিম্নভাগ ফিকে, উপরিভাগ গাঢ় সবুজ, প্রান্ত অখন্ডিত বা তরঙ্গায়িত।

পুষ্পবিন্যাস শীর্ষক এবং কাক্ষিক, থাইরসয়েড, মঞ্জরীপত্র ত্রিকোণাকার, ১-২ মিমি লম্বা। পুষ্প বহুপ্রতিসম, একলিঙ্গ। বৃতি ৪ বা ৫-অংশক, ঘনভাবে চাপা রোমশ, নল পেয়ালাকার, খন্ডক নলের অর্ধেক লম্বা, সমান, পাপড়ি সদৃশ নয়। পাপড়ি অনুপস্থিত। চাকতি বলয়াকার, ছোট, উপাঙ্গ বিহীন।

পুংকেশর ৬-১১টি, পুংপুষ্পে দূরবর্তী বহির্মুখী, স্ত্রী এবং উভলিঙ্গ পুষ্পে খাটো, পুংদন্ড বিবিধ রোমশ, পরাগধানী রোমহীন।

গর্ভকেশর খাটো-দন্তক, গর্ভাশয় ২ বা কদাচিৎ ৩কোষী, সাধারণত একটি প্রকাশিত, গর্ভদন্ড শীর্ষক, গর্ভাশয় থেকে ছোট, গর্ভমুন্ড ২টি লম্বা খন্ডক দ্বারা গঠিত, প্রত্যেক প্রকোষ্ঠে ডিম্বক ১টি।

ফল সাধারণত ১-কোষী, কদাচিৎ বৃন্তক, উপবৃত্তীয়, ডিম্বাকার বা গোলাকার, কন্টকিত থেকে সূক্ষ্ম খাটো কন্টকিত, ফলত্বক পাতলা, চর্মবৎ, অন্ত:ত্বক রোমহীন। বীজ রোমহীন, সম্পূর্ণভাবে বা আংশিক প্রকাশিত একটি অখন্ডিত, স্বচ্ছ, রসালো বীজোপাঙ্গযুক্ত।

তথ্যসূত্র:

১. এস. নাসির উদ্দিন (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ১০ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২১৫। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!