বর্ণনা: পুত্রঞ্জীব হচ্ছে পুত্রঞ্জীবাসি পরিবারের একটি গণের নাম। ভিন্নবাসী চিরহরিৎ বৃক্ষ বা গুল্ম । পত্র সরল, একান্তর, সবৃন্তক, অখন্ড, সূক্ষ্ম দন্ডযুক্ত, পশিরাল, সোপপত্রিক। পুষ্প বিন্যাস কাক্ষিক, গুচ্ছাকার বা পুষ্প একল বা জোড়াবদ্ধ, চাকতি অনুপস্থিত।
পুংপুষ্প: বৃন্ত খাটো, বৃতি ৪-৬ খন্ডিত, খন্ড অসম, প্রান্তআচ্ছাদী, পাপড়ি অনুপস্থিত, পুংকেশর ২-৪টি, মুক্ত বা যুক্ত, পরাগধানী বহির্মুখী, অনুদৈর্ঘ্য বিদারী।
স্ত্রীপুষ্প: সবৃন্তক বৃতি পুংপুষ্পের বৃতির অনুরূপ, পাপড়ি অনুপস্থিত, গর্ভাশয় ডিম্বাকার বা দীর্ঘায়ত-ডিম্বাকার, ২-৩ কোষী, প্রতিকোষে ডিম্বক ২টি, গর্ভদন্ড ২-৩টি, নিম্নাংশ যুক্ত, প্রসারিত, পিড়কা যুক্ত, গর্ভমুন্ড বিস্তৃত।
ফল: ড্রপ, গোলাকার বা ডিম্বাকার, ১-প্রকোষ্ঠী, ১-বীজী, মধ্যতৃক রসালো। বীজ: একক, বহিস্তৃক ঝিল্লিযুক্ত বা কঠিন আবরণ যুক্ত। বাংলাদেশে এই গণের জিয়াপুরা নামে একটি প্রজাতি পাওয়া যায়।
১৮২৬ সালে পুত্রঞ্জীবাসি পরিবারের একটি গণ হিসাবে পুত্রঞ্জীব-এর নামকরণ করা হয়। এই গণের প্রজাতিগুলোর আদিনিবাস মনে করা হয় দক্ষিণ-পূর্ব এশিয়া। ভারত মহাদেশ, চীন, জাপান, নিউ গিনি ইত্যাদি অঞ্চলে জন্মে থাকে।
তথ্যসূত্র:
১. রহমান, এম অলিউর (আগস্ট ২০১০)। অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪৮২। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Forestowlet
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।