স্থল পদ্ম গ্রীষ্মমন্ডলে জন্মানো ভেষজ উদ্ভিদ

স্থল পদ্ম

বৈজ্ঞানিক নাম: Hibiscus mutabilis L., Sp. Pl.: 694 (1753). সমনাম: জানা নেই। ইংরেজি নাম: Changeable Rose, Confederate Rose. স্থানীয় নাম: স্থল পদ্ম।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস 
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots অবিন্যাসিত: Rosids বর্গ: Malvales পরিবার: Malvaceae গণ: Hibiscus প্রজাতির নাম: Hibiscus mutabilis.

ভূমিকা: স্থল পদ্ম (বৈজ্ঞানিক নাম: Hibiscus mutabilis) হচ্ছে ম্যালভেসিয়া পরিবারের হিবিসকাস গণের এক প্রকারের গুল্ম। এই প্রজাতিটি দক্ষিণ এশিয়ায় জন্মায়।

স্থল পদ্ম-এর বর্ণনা :

স্থল পদ্ম ঋজু ও বলিষ্ট গুল্ম। গাছটি উচ্চতায় ৫ মিটার পর্যন্ত হয়। দেখতে ঝোপাকার, কচি অংশ ধূসর বর্ণের তারকাকৃতি রোম এবং ক্ষুদ্রাকৃতির গ্রন্থিল রোমের মিশ্রনে ঘণভাবে আবৃত। পাতা ৫-১৫ সেমি লম্বা বৃন্তযুক্ত, ফলক ৬-১৬ × ৬-১৬ সেমি, নিম্নপাতা ৭-৯ শিরাল, হৃৎপিণ্ডাকার থেকে অর্ধ- হৃৎপিণ্ডাকার, ৫-৭টি করতল খন্ডে খন্ডিত, খন্ডগুলো ত্রিকোণাকার, তীক্ষ্ণ থেকে দীর্ঘাগ্র, অনিয়মিতভাবে সভঙ্গ থেকে দন্তর, নিম্নপৃষ্ঠ ঘন তারকাকৃতি রোমাবৃত, উপপত্র রৈখিক থেকে রৈখিক-ভল্লাকার, ঘন ও ক্ষুদ্র কোমল রোমাবৃত।

পুষ্পবৃত্তিকা ৬-১০ সেমি লম্বা, অগ্রভাগের কাছাকাছি পুষ্প থেকে প্রায় ১-২ সেমি নীচে সন্ধিত। পুষ্প কাক্ষিক, একক, বৃহৎ, একক অথবা জোড়ায় জোড়ায়। উপবৃতির খন্ড ৮-১২টি, প্রতিটি খন্ডক ১২-২৫ × ১-২ মিমি, রৈখিক থেকে ভল্লাকার, ঘন ক্ষুদ্র, কোমল রোমাবৃত, অগ্রভাগ প্রথমে নিম্নমুখী বক্র পরবর্তীতে ঋজু, পরিশেষে বিস্তৃত।

বৃতি মধ্যখান থেকে নীচে যমক, ৫-খন্ডকবিশিষ্ট, খন্ডগুলো ২.৫-৩.৫ × ০.১ সেমি, বর্ধনশীল, ডিম্বাকার- ভল্লাকার, বহিঃপৃষ্ঠ ঘন তারকাকৃতি এবং ক্ষুদ্রাকার গ্রন্থিল রোমের মিশ্রণে ঢাকা, অন্ত:পৃষ্ঠ কিনারা ব্যতিত সাধারণ রোমাবৃত, কিনারা তারাকাকৃতি রোমদ্বারা ঘনভাবে আবৃত, ৪-৫ শিরাল।

দলমন্ডল আড়াআড়িবাবে ৫-১০ সেমি, ফ্যাকাশে পিঙ্গল থেকে গোলাপী বর্ণের, বয়স বাড়লে লাল বর্ণ ধারণ করে, পাপড়ি ৫টি, প্রতিটি ৩-৫ × ২-৪ সেমি, বি-ডিম্বাকার থেকে উপ-বর্তুলাকার, বহি:পৃষ্ঠ বিক্ষিপ্তভাবে তারকাকৃতি রোমাবৃত, নিম্নপ্রান্তে কিনারা তারকাকৃতি রোমাবৃত।

পুংকেশরীয় স্তম্ভ ভিতরের পাপড়িগুলোর সাথে সংযুক্ত, ৫-কোণীয়, পরাগধানীবাহক দৈর্ঘ্যের সর্বত্র বিদ্যমান। গর্ভাশয় ৫-৬ মিমি লম্বা, প্রায় গোলাকার, সাদা ও রেশমী রোমবিশিষ্ট, ৫-প্রকোষ্ঠীয়, প্রতি প্রকোষ্ঠে অনেকগুলো ডিম্বক, গর্ভমুণ্ড হলুদ অথবা সাদা।

আরো পড়ুন:  কাঁটা মুকুট উষ্ণমন্ডলীয় অঞ্চলের জন্মানো উদ্যানের শোভাবর্ধনকারী উদ্ভিদ

ফল ক্যাপসিউল, ২.০-২.৫ সেমি লম্বা, গোলকাকার থেকে উপগোলকাকার, শীর্ষ ঘন তারকাকার রোম, সাধারণ রোম এবং ক্ষুদ্রাকৃতির গ্রন্থিল রোমের মিশ্রণে রোমাবৃত, প্রকোষ্ঠ বরারব ৫টি ভাল্ব এ ফেটে যায়। বীজ প্রায় ২ × ১.৫ মিমি, পিঙ্গল-কালো, মোটা, বৃক্কাকার, পিছনের দিকটা তারকাকৃতি এবং লম্বা সাধারণ রোমযুক্ত।

ক্রোমোসোম সংখ্যা : 2n = ৪৮, ১১০ (Fedorov, 1969).

আবাসস্থল ও বংশ বিস্তার:

সুদৃশ্য ফলের জন্য ইহা বাগানে লাগানো হয়। ফুল ও ফল ধরে জুন-আগষ্ট এবং কখনও কখনও নভেম্বর-ফেব্রুয়ারীর মধ্যে আরেকবার। বীজের মাধ্যমে বংশ বিস্তার হয়।

স্থল পদ্ম-এর বিস্তৃতি :

আদি নিবাস চীনে, বর্তমানে গ্রীষ্মমন্ডলে ব্যাপকভাবে চাষ হচ্ছে। বাংলাদেশে ইহা বাগানে, বসতবাড়ির চারপাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে লাগানো হয়।

ব্যবহার :

Hibiscus mutabilis এর কান্ড থেকে অনুন্নত মানের তন্ত্র পাওয়া যায় (Paul and Nayar, 1988). কখনও ইহা সব্জির জন্য লাগানো হয়।

জাতিতাত্বিক ব্যবহার :

পাতা এবং পুষ্প আরামপ্রদ ও উপশমকারী হিসেবে বিবেচনা করা হয় এবং ফোলা স্থান এবং ত্বকের সংক্রমনে ব্যবহার করা হয় (Kirtikar et al., 1935).

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের  ০৯ ম খণ্ডে (আগস্ট ২০১০ স্থল পদ্ম প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, বাংলাদেশের এটি ঝুঁকি মুক্ত। বাংলাদেশে স্থল পদ্ম সংরক্ষণের কোন প্রয়োজন নেই। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে স্ব-স্থানের বাইরে সংরক্ষণ করতে হবে। 

তথ্যসূত্র ও টিকা:

১. এম মতিয়ূর রহমান (আগস্ট ২০১০) “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। খন্ড ০৯ম, পৃষ্ঠা ৩৯-৪০। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!