ভূমিকা: লেগারস্ট্রোমি হচ্ছে লেথারসিস পরিবারে সপুষ্পক উদ্ভিদের একটি গণের নাম। এই গণে অন্তর্ভুক্ত প্রজাতিগুলো বৃক্ষ ও গুল্ম উভয়ই হয়। বাগানের বা রাস্তার পাশে শোভাবর্ধনের জন্য লাগানো হয়ে থাকে।
বিবরণ: এই গণের উদ্ভিদেরা পত্রঝরা বৃক্ষ বা গুল্ম হয়। কাণ্ড গোলাকার থেকে প্রায়শ ৪-কোণাকার বা তরূণ অবস্থায় তুরপুন-আকার, মসৃণ, অণুরোমশ, রোমশ বা কোমল লোমাবৃত, প্রায়শই মসৃণ। পত্র প্রতিমুখ, অর্ধ-প্রতিমুখ বা একান্তর, প্রায় অবৃন্তক বা সবৃন্তক।
পুষ্পমঞ্জরী শীর্ষীয় ও অক্ষীয় প্যানিকেল জাতীয় সাইম। পুষ্প বহুপ্রতিসম, ঘন্টাকার থেকে উল্টা মোচাকার, ২-মঞ্জরীপত্রিক, উপমঞ্জরীপত্রিক, ৬-অংশক। হাইপ্যানথিয়াম চর্মবৎ, মসৃণ প্রাচীর বিশিষ্ট, অন্ধকারচ্ছন্ন রেখা হিসেবে ৬-১২ (-১৪) টি শিরা বিদ্যমান, অথবা চওড়া থেকে সরু শিরা বা শৈলশিরা যুক্ত। বৃত্যংশ সরু থেকে প্রশস্ত ব-দ্বীপ সদৃশ, মাঝে মাঝে ভেতরে সরু বলয় যুক্ত। পাপড়ি ৬টি, সরু, দন্তযুক্ত, কুঞ্চিত, গোলাপী, রক্তবেগুণি বা সাদা।
পুংকেশর ১২ থেকে অনেক, হাইপ্যানথিয়ামের পাদদেশের নিকটে সন্নিবেশিত, দলমণ্ডল অপেক্ষা অধিক লম্বা, অধিকাংশ প্রজাতিতে দ্বিরূপী, পুংদণ্ড পাতলা, প্রায় সমান।
গর্ভাশয় উপগোলকাকার বা গোলকাকার, ৩-থেকে ৬-প্রকোষ্ঠ বিশিষ্ট, গর্ভদণ্ড অধিক প্রসারিত, গর্ভমুন্ড মুন্ডকার।
ফল শুষ্ক, শক্ত ক্যাপসিউল, স্থায়ী বৃতি দ্বারা পাদদেশ আবৃত, কোষ্ঠীবিদারী, ৩ থেকে ৬-কপাটিকা বিশিষ্ট। বীজ অসংখ্য, উল্টা পিরামিড আকৃতির, শীর্ষে পক্ষযুক্ত, বীজপত্র আবর্তিত। ছোট জারুল এই গণের একটি প্রজাতির নাম।
তথ্যসূত্র:
১. এম অলিউর রহমান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৪১৬। আইএসবিএন 984-30000-0286-0
বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Fanghong
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।