বাক্সবাদাম বা জংলিবাদাম বাংলাদেশের বহিরাগত ফলদ বৃক্ষ

বৃক্ষ

বাক্সবাদাম

বৈজ্ঞানিক নাম: Sterculia foetida , সমনাম: নেই, ইংরেজি নাম: bastard poon tree, hazel sterculia, wild almond tree, বাংলা নাম: বাক্সবাদাম বা জংলিবাদাম
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস 
জগৎ/রাজ্য: Plantae – Plants, অবিন্যসিত: Angiosperms, অবিন্যসিত: Eudicots, অবিন্যসিত: Rosids, বর্গ: Malvales, পরিবার: Malvaceae, গণ: Sterculia, প্রজাতি: Sterculia foetida C. Linnaeus

পরিচিতি: বাক্সবাদাম বা জংলিবাদাম, হচ্ছে নরম কাষ্ঠল বৃক্ষ যেটি ১১৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ১৭৫৩ সালে কার্ল লিনিয়াস এই প্রজাতির বিবরণ দেন।

বর্ণনা: বাক্সবাদামের গঠন শিমুলের মতো। এদের পাতা করতলাকার-যৌগিক এবং শাখাবিন্যাস ভূসমান্তরালে হয়। এদের ছায়াদানকারী তরু। বসন্তের প্রারম্ভেই বাক্সবাদামের শাখায় ফুল জন্মে। ফুলের পাপড়ি থাকে না। বৃন্তের বর্ণ লাল-হলুদ ও বেগুনিতে মেশানো হয়। ফল গুচ্ছবদ্ধ। একগুচ্ছে ৫ থেকে ২০টি ফলও দেখা যেতে পারে। কাঁচা ফল সবুজ বর্ণের। পাকলে রক্তিম বর্ণ ধারণ করে। প্রতিটি বাদামের ভেতরে লম্বা ও কালো রঙের ১০ থেকে ১৫টি বীজ পাওয়া যায়।

বাক্সবাদামের ব্যবহার ও গুরত্ব:

বাকল থেকে দড়ির আঁশ পাওয়া যায়। ভাজা বীজ চিনাবাদামের স্বাদের সমতুল্য এবং খাদ্য হিসাবে উপযুক্ত। কিন্তু কাঁচা বীজ বিবমিষা উদ্রেককারী। বীজ থেকে তেলও হয়ে থাকে। এই গাছের তেল চর্ম রোগের মলমে ব্যবহৃত হয়। কাঠ নরম, জ্বালানী ছাড়া কোনো কাজে লাগে না।

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Forest & Kim Starr

Leave a Comment

error: Content is protected !!