ভূমিকা: নারকাটা (বৈজ্ঞানিক নাম: Caesalpinia mimosoides, ইংরেজি: Mimosa Thorn.) হচ্ছে Fabaceae পরিবারের Caesalpinia গণের একটি সপুষ্পক আরোহী লতা। এটিকে বাংলাদেশে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা গৃহে চাষাবাদ করা হয়।
নারকাটা-এর বিবরণ:
নারকাটা একটি কাষ্ঠল আরোহী লতা। এর শাখাগুলি ঘন গ্রন্থিযুক্ত ও লোমযুক্ত এবং কাঁটাযুক্ত। লতার পাতা ২২ থেকে ৩৬ সেমি লম্বা হয় এবং দ্বিগুণ যৌগিক। পাতা পাশাপাশি থাকে, একটি শিরায় ১৩ থেকে ২৩ জোড়া থাকে, এটি প্রায় ৩.৫ সেমি লম্বা। ঝিরিঝিরি পাতাগুলো বিপরীতমুখী, ৭ থেকে ১৪ জোড়া, আয়তাকার, প্রায় ৯ × ৪ মিমি, সরল, ব্রাশের মতো দেখতে।
এর ফুলের রেসিম ও শাখার শেষে জন্মে। ফুলগুলি বড় হয়। প্রতি শাখায় ফুল গুচ্ছ হয়ে থাকে; যা প্রায় ৫০ টিরও বেশি। ফুলের ডালপালা দৈর্ঘ্যে অসম, উপরের অংশে ১.৫-২ সেমি এবং পুষ্পমঞ্জুরির নীচের অংশে ৩ থেকে ৩.৫ সেমি। বৃতি ৫, ১০ × ৮ মিমি। পাপড়িগুলি উজ্জ্বল হলুদ, গোলাকার, উপরেরটি ছোট, প্রায় ৮ মিমি চওড়া, অন্যগুলি বড়, প্রায় ১.৭ × ১.৩ সেমি।
পুংকেশর ১০, আঁকশি ১.৮ সেমি, নীচের অংশে ঘন তুলো। ডিম্বাশয় ৫ মিমি, ঘন লোমযুক্ত, ১ বা ২-ডিম্বাশয়। শুঁটি আবরণে ঢাকা থাকে। এটা দেখতে বাঁকা, ৪-৫ × ২.৫ সেমি, বিভক্ত খোলা। বীজ ১ বা ২, আয়তাকার। ফুল ফোটার সময় নভেম্বর থেকে ডিসেম্বর মাস।
তথ্যসূত্র:
১. Prashant Awale, “Caesalpinia mimosoides”, flowersofindia.net, ভারত, ইউআরএলঃ https://www.flowersofindia.net/catalog/slides/Mimosa%20Thorn.html
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Prashant Awale
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।