বড় শিম বাংলাদেশে জন্মানো ফলজ আরোহী প্রজাতি

আরোহী

বড় শিম

বৈজ্ঞানিক নাম: Canavalia ensiformis (L.) DC., Prodr. 2: 404 (1825). : Dolichos ensiformis L. (1753). ইংরেজি নাম: Jack Bean, Horse Bean, Sword Bean. স্থানীয় নাম: কাটরা শিম, মাখনা শিম, মউ শিম, বড় শিম।
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae. বিভাগ: Angiosperms. অবিন্যাসিত: Edicots. বর্গ: Fabales. পরিবার: Fabaceae. গণ: Canavalia  প্রজাতির নাম: Canavalia ensiformis.

ভূমিকা: বড় সিম (বৈজ্ঞানিক নাম: Canavalia ensiformis) ফেবিয়াসি পরিবারের লতা বিশেষ। বাংলাদেশের উত্তর পুর্বাঞ্চলে জন্মে। নানা প্রকার ভেষজ গুণ আছে এই গাছে।

বড় শিম-এর বর্ণনা:

বর্ষজীবী কাষ্ঠল আরোহী। পত্র ত্রিপত্রক, হালকা রোমশ, পত্রক লম্বা বৃন্তক, উপবৃত্তাকার থেকে ডিম্বাকার, ৬-১৫ X ৫-১০ সেমি, গোড়া এবং শীর্ষক গোলাকার, শীর্ষীয় পত্রক লম্বা বৃন্তক, পার্শ্বীয় পত্রক খাটো বৃন্তক অসম গোড়াযুক্ত, অখন্ডিত, পত্রবৃন্ত বৃহৎ মঞ্জরী পত্ৰাধারবিশিষ্ট, বলিষ্ঠ, উপপত্র বিদ্যমান।

পুষ্পবিন্যাস বক্র রেসিম, ৫-৫০ পুষ্পক, অগভীর মূলজ গ্রন্থিতে ৩-৫টি গুচ্ছাকারে উৎপন্ন। পুষ্প প্রায় ২.২ সেমি লম্বা। বৃতি ৫-খন্ডিত, উপরে ২টি এবং নিচে ৩টি। দলমন্ডল গোলাপী বা বেগুনী, গোড়ার দিকে ক্রমাগত ফিকে। পুংকেশর ১০টি, দৈর্ঘ্যের অধিকাংশই যুক্ত, পরাগধানী গোলাকার, গাঢ় হলুদ। গর্ভকেশর কন্টকহীন। ফল বলিষ্ঠ পড, ঝুলন্ত, ২০-৩০ X ২.০-২.৫ সেমি, উপরের সন্ধির নিকট খাঁজযুক্ত, পাকলে ফিকে হলুদ, ৮-২০ বীজী।

ক্রোমোসোম সংখ্যা: ২n = ২২ (Fedorov, 1969).

আবাসস্থল ও বংশ বিস্তার: আবাদী। ফুল ও ফল ধারণ সময়কাল নভেম্বর থেকে মার্চ। বংশ বিস্তার হয় বীজ দ্বারা।

বড় শিম-এর বিস্তৃতি:

মধ্য আমেরিকা এবং ওয়েষ্ট ইন্ডিজে স্থানীয়, সমগ্র গ্রীষ্মমন্ডলে ব্যাপক বিস্তৃত। মেক্সিকোতে ৩০০০ খ্রিষ্টপূর্বে প্রত্নতাত্বিক মাধ্যমে পুনরুদ্ধার করা হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট জেলা এবং অন্যান্য কিছু অংশে লাগানো অবস্থায় পাওয়া যায়।

ব্যবহার: অপরিণত পড এবং বীজ ভক্ষণীয়। গো-খাদ্যরূপেও ব্যবহৃত (Purseglove, 1968)।

অন্যান্য তথ্য:

বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৮ম খণ্ডে (আগস্ট ২০১০) বড় সিম প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র কোনো সংকটের কারণ দেখা যায় না এবং বাংলাদেশে এটি আশঙ্কামুক্ত হিসেবে বিবেচিত।

আরো পড়ুন:  বরবটি পুষ্টিগুণ সম্পন্ন সহজলভ্য লতানো সবজি

বাংলাদেশে বড় সিম সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির বর্তমানে সংরক্ষণের প্রয়োজন নেই।

তথ্যসূত্র:

১. এ টি এম নাদেরুজ্জামান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৮ম (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ১৮। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Don McCulley

Leave a Comment

error: Content is protected !!