ভূমিকা: ক্লিটোরি হচ্ছে ফেবাসি পরিবারের সপুষ্পক একটি উদ্ভিদের গণের নাম। এই গণের প্রজাতিগুলো বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়।
বিবরণ: এরা লতানো বা খাড়া বীরুৎ বা গুল্ম । পত্র পক্ষলাকারে ৩-৯ পত্রক, উপপত্র স্থায়ী, খাঁজ যুক্ত, উপপত্রিকা ছোট, তুরপুনাকার, কখনো অনুপস্থিত।
ক্লিটোরি-এর পুষ্প কাক্ষিক, একল বা জোড়াবদ্ধ, মঞ্জরীপত্র উপপত্র আকৃতি, স্থায়ী, জোড়াবদ্ধ, খুবই সুদৃশ্য, নীল বা সাদা, নিম্নটি প্রতিমুখ, মুক্ত, উপরেরটি যুক্ত, মঞ্জরীপত্রিকা বৃহৎ, খাঁজযুক্ত, স্থায়ী। বৃত্যংশ ৫টি, ঝিল্লিময় নলে যুক্ত, উপরের ২টি প্রায় যুক্ত হয়ে ওষ্ঠে পরিণত। পাপড়ি অধিক বহির্মূখী, ধ্বজক বৃহৎ, খাড়া, ভোতা খাঁজযুক্ত, গোড়ার দিকে সরু, উপাঙ্গহীন, পক্ষ কাস্তে আকৃতি, আয়তাকার, ছড়ানো, তরীদলের মধ্যভাগে যুক্ত, তরীদল পক্ষ থেকে খাটো, অভ্যন্তরে বক্র, সূক্ষ্মাগ্র ।
পুংকেশর ১০টি, ধ্বজকীয় পুংদন্ড মুক্ত, পরাগধানী সমরূপ। গর্ভাশয় বৃন্তক, অনেক-ডিম্বক, গর্ভদন্ড লম্বা, অভ্যন্তরে বক্র, শীর্ষে কিছুটা চ্যাপ্টা, সম্মুখে অনুদৈর্ঘ্য কন্টকিত।
ফল রেখাকার, চ্যাপ্টা পড, উপরের দিকে বা উভয় সন্ধি বরাবর কিছুটা স্কুল । বীজ প্রায় গোলাকার বা চ্যাপ্টা।
ক্লিটোরিয়া গণে বাংলাদেশে প্রাপ্ত প্রজাতিটির নাম নীল অপরাজিতা। এইগণে প্রায় ৫০ টি প্রজাতি রয়েছে।
তথ্যসূত্র:
১. এ.টি. এম নাদেরুজ্জামান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৬ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৫। আইএসবিএন 984-30000-0286-0
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” এবং যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।