শাপলা বা নিমফাসি সপুষ্পক উদ্ভিদের পরিবার

বিবরণ: শাপলা বা নিমফাসি (Nymphaeaceae) হচ্ছে নিমফালিস বর্গের সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার বা গোত্রের নাম। এই পরিবারের নিম্ফায়ি গণের প্রজাতি Nymphaea pubescens বা সাদা শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল।

গোত্রের নাম: Nymphaeaceae Salisbury (1805) বাংলা নাম: শাপলা জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Edicots বর্গ: Nymphaeales পরিবার: Nymphaeaceae.

বিবরণ: শাপলা গোত্রে যেসব প্রজাতি অন্তর্ভুক্ত তারা রাইজোম সমৃদ্ধ জলজ বীরুৎ। বাহিকাবিহীন, কান্ডের পরিবহন কলা বিক্ষিপ্ত অথবা একটি মাত্র বলয়বিশিষ্ট, ক্যাম্বিয়ামবিহীন।

শাপলা বা নিমফাসি-এর পাতা রাইজোম থেকে উৎপন্ন হয়। পাতা সাধারণত একটি হয়, আকারে লম্বা বৃন্তবিশিষ্ট, পত্রফলক হৃৎপিণ্ডাকার বা বল্লমাকার থেকে ছত্রবদ্ধ, সচরাচর এরা ভাসমান অবস্থায় থাকে, পত্ররন্ধ্র এ্যানোমোসাইটিক।

এদের একটি করে ফুল হয় ও সেটা দেখতে আকারে বড় এবং সুদৃশ্য। উভলিঙ্গের ফুলগুলো সম্পূর্ণপুষ্পী, গর্ভপাদী থেকে গর্ভশীর্ষ । বৃত্যংশ ৪ থেকে ৬টি এবং  মুক্ত। পাপড়ি ৮ থেকে শুরু করে অনেকগুলো হয়। এরা সচরাচর পুংকেশরের ভেতর দিয়ে অতিক্রম করে।

পুংকেশর অনেক, সর্পিলাকারে সজ্জিত, অধিকাংশই ফলক সদৃশ এবং ৩-শিরাল, পুংদন্ড চেপ্টা এবং মুক্ত। গর্ভপত্র ৩ থেকে ৩৫টি, গর্ভমুণ্ড সচরাচর ছটাকার। ফল স্পঞ্জতুল্য, বেরী সদৃশ।

Nymphaeaceae গোত্রটি ৫টি গণ এবং প্রায় ৫০টি প্রজাতি নিয়ে গঠিত। বাংলাদেশে এই গোত্রের ৪টি গণভূক্ত ৯টি প্রজাতি বর্তমান।

তথ্যসূত্র:

১. হাবীব, এম আহসান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩২০-৩২১। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Anton Ardyanto

Leave a Comment

error: Content is protected !!