বর্ণনা: পাহাড়ি পিপুল বা পাহাড়ী পুপিল হচ্ছে পিপারাসি পরিবারের পিপার গণের খর্বাকার আরোহী গুল্ম। এদের শাখাসমূহ খাটো, খাড়া। পাতা একান্তর, ঝিল্লীময়, স্থুল ডিম্বাকার-ভল্লাকার, ৭-১৩ x ৩-৭ সেমি, শীর্ষ দীর্ঘাগ্র, পাদদেশ কীলকাকার বা গোলাকার, পাদদেশ ৫-শিরাল, পত্রবৃন্ত ১.০-২.৫ সেমি লম্বা, উপপত্র সরু, অস্পষ্ট, পত্রবৃন্তলগ্ন।
পুষ্প হলুদ, কাক্ষিক স্পাইকে, মঞ্জরীপত্র বর্তুলাকার, ছত্রাকার। বৃত্যংশ এবং পাপড়ি অনুপস্থিত। পুং স্পাইক সরু, খাড়া, মঞ্জরীপত্র ছত্রাকার, প্রায় অবৃন্তক, পুংকেশর ৪টি, পুংদন্ড খাটো, পরাগধানী বৃক্কাকার, দ্বি-কোষী। স্ত্রী স্পাইক বেলনাকার, মঞ্জরীদন্ড খাটো, গর্ভাশয় অধিগর্ভ, গোলকাকার, স্পষ্ট, গর্ভদন্ড খাটো, গর্ভমুণ্ড ২-৩টি, ডিম্বাকার, ডিম্বক একক, খাড়া। ফল ড্রুপ, গোলকাকার, ৩ মিমি (প্রায়) লম্বা, ঘনভাবে সজ্জিত, ১-বীজীয়। বীজ গোলকাকার। ফুল ও ফল ধারণ ঘটে মে-সেপ্টেম্বর মাসে।
ক্রোমোসোম সংখ্যা: জানা নেই।
আবাসস্থল: বনের মধ্যে ছায়াযুক্ত স্থান।
বিস্তৃতি: ভারত, মায়ানমার, নেপাল এবং ভুটান। বাংলাদেশে ইহা হবিগঞ্জ জেলার রেমা-কালেঙ্গা বন্য প্রাণী অভয়ারণ্যে এবং রাঙ্গামাটি জেলার সিতা পাহাড়ে পাওয়া যায়।
অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর প্রভাব: ইহার ফল পাকস্থলীর বায়ুনাশক এবং ক্ষুধা বৃদ্ধিকারী (Sinha, 1969).
জাতিতাত্বিক ব্যবহার: জানা নেই।
বংশ বিস্তার: কর্তিত শাখার মাধ্যমে।
অন্যান্য তথ্য: বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের ৯ম খণ্ডে (আগস্ট ২০১০) পাহাড়ী পিপুল প্রজাতিটির সম্পর্কে বলা হয়েছে যে, এদের শীঘ্র সংকটের কারণ হচ্ছে নির্বনীকরণ এবং বাংলাদেশে এটি সংরক্ষণ নির্ভর (cd) হিসেবে বিবেচিত। বাংলাদেশে পাহাড়ী পিপুল সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। প্রজাতিটি সম্পর্কে প্রস্তাব করা হয়েছে যে এই প্রজাতিটির আবাসস্থলের রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।[১]
তথ্যসূত্র:
১. এম আহসান হাবীব, (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস” আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৯ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৯৮-৩৯৯। আইএসবিএন 984-30000-0286-0
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।