সুজিপানা এশিয়ার মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ

বৈজ্ঞানিক নাম: Wolffia microscopica (Griff. ex Voigt) KurZ, Journ. Linn. Soc. Bot. 9: 265 (1866).

সমনাম: Grantia microscopica Griff. ex Voigt (1845).

ইংরেজি নাম: লিটল ডাকউইড।

স্থানীয় নাম: সুজিপানা।

জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস

জগৎ/রাজ্য: Plantae

বিভাগ: Angiosperms

অবিন্যাসিত: Monocots

অবিন্যাসিত: Alismatales

গোত্র: Araceae

উপগোত্র: Lemnoideae

গণ: Wolffia

প্রজাতি: Wolffia microscopica (Griff.) Kurz.

বর্ণনা: সুজিপানা মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, পানির ওপরে পুরু ফ্যাকাশে সবুজ আস্তর গঠন করে, অধিকাংশ ক্ষেত্রে Lemna perpusilla এর সাথে মিলিত ভাবে জন্মে। ফ্রন্ড স্পাইকসদৃশ, ০.৫৮-০.৬৭ X ০.২১-০.২৩ মিমি, অর্ধ বুর্তলাকার, হালকা সবুজ, প্রান্ত অখন্ড, পিড়কা ৬-৭, শীর্ষ ০.২১-০.২৩ মিমি প্রশস্ত, ফ্রন্ডের উপরের পৃষ্ঠ সামান্য চ্যাপটা থেকে উত্তল, অঙ্কীয় পৃষ্ঠ বেলনাকার, নিম্নমুখী প্রসারিত এবং পানিতে ঝুলতে থাকে, অভিক্ষেপ ২.৪ মিমি। পর্যন্ত লম্বা, ওপর থেকে পঞ্চ বা ষড়ভূজাকার দেখা যায়। মুকুলোদগম থলি চোঙ্গাকৃতি, মধ্যবর্তী। পুষ্প প্রতি ফ্রন্ডে ১ টি, থলির অভ্যন্তরে জন্মে, ফ্রন্ডের উপরের পৃষ্ঠে কেন্দ্রের মধ্যবর্তী রেখার ওপর। ফুল ও ফল ধারণ ঘটে এপ্রিলের শেষে।

ক্রোমোসোম সংখ্যা: 2n = ৪০, ৩৫-৮০ (Landolt, 1986)।

আবাসস্থল: পুকুর ডোবার বদ্ধ স্বাদু পানি।

বিস্তৃতি: ভারত (তামিল নাড়, অন্ধ্র প্রদেশ, পশ্চিম বঙ্গ, হড়িয়ানা ও উত্তর প্রদেশ), পাকিস্তান (রাওয়ালপিন্ডি ও ফাতেজং), পূর্ব এশিয়া এবং মালয়েশিয়া (Landolt, 1986; Hashmi and Omer 1986)। বাংলাদেশে যশোর থেকে ডেভিড প্রেইন (১৯০৩) এটি প্রথম রিপোর্ট করেন। আজিজ (২০০১) সিরাজগঞ্জ জেলার নিমগাছি থেকে এটি সংগ্রহ করেন।

অর্থনৈতিক ব্যবহার/গুরুত্ব/ক্ষতিকর দিক: হাঁসের খাদ্য (Aziz, 2001)।

জাতিতাত্বিক ব্যবহার: জানা নেই।

বংশ বিস্তার: কুঁড়ির মাধ্যমে অঙ্গজ জনন এবং বীজ দ্বারা।

 প্রজাতিটির সংকটের কারণ: বায়ুর তীব্র প্রবাহে, বন্যার স্রোতে স্থান চ্যুতি, পানি দূষণ, ভেজা মাটির ক্রমবোনতি।

সংরক্ষণ ও বর্তমান অবস্থা: আশংকা মুক্ত (lc)।

গৃহীত পদক্ষেপ: সংরক্ষণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নি।

প্রস্তাবিত পদক্ষেপ: বাসস্থানের আঙ্গিনায় ও অন্যান্য স্বস্থানের বাইরে চাষাবাদ প্রয়োজন।

তথ্যসূত্র:

১. মনিরুজ্জামান খন্দকার, (আগস্ট ২০১০)। অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ১১ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৫৩। আইএসবিএন 984-30000-0286-0

Leave a Comment

error: Content is protected !!