এডওয়ার্ড গিবন বা এডোয়ার্ড গিবন ছিলেন বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক

এডওয়ার্ড গিবন বা এডোয়ার্ড গিবন (ইংরেজি: Edward Gibbon; ৮ মে ১৭৩৭ – ১৬ জানুয়ারি ১৭৯৪) বিখ্যাত ইংরেজ ঐতিহাসিক। ১৭৬৪ খৃষ্টাব্দে রোম ভ্রমনকালে গিবন প্রাচীন রোম সাম্রাজ্যের এক পূর্ণাঙ্গ ইতিহাস রচনার পরিকল্পনা করেন। তাঁর রচিত রোমের এই ইতিহাসই ইংরেজি সাহিত্যের অতুলনীয় এক রোম সাম্রাজ্যের পরিচিতি লাভ করে। তিনি তাঁর এই গ্রন্থের নাম রাখেন রোম সাম্রাজ্যের ক্ষয় এবং পতনের ইতিহাস (১৭৭৬-৮৮)।

ছয় খণ্ডে বিভক্ত এই ইতিহাস গ্রন্থে এডওয়ার্ড গিবন প্রাচীনকাল হতে আধুনিক কাল পর্যন্ত ধারা বিবরণী তৈরি করেন। এই বিবরণে খৃষ্টান ধর্মের প্রতিষ্ঠা ও বিস্তার, টিউটনদের উদ্ভব, ইসলাম ধর্মের সঙ্গে খৃষ্টান ধর্মের যুদ্ধ (ক্রুসেড) ইত্যাকার সব কিছুর বিবরণ গিবন অন্তর্ভুক্ত করেন।

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ১৮৩।

আরো পড়ুন:  ফ্রান্সিস হারবার্ট ব্রাডলে ছিলেন ঊনবিংশ ও বিংশ শতকের ব্রিটিশ ভাববাদী দার্শনিক

Leave a Comment

error: Content is protected !!