গ্যালেন ছিলেন রোমান সাম্রাজ্যের গ্রীক চিকিত্সক, সার্জন এবং দার্শনিক

গ্যালেন বা ক্লডিয়াস গ্যালেন বা এলিয়াস গ্যালেনুস বা পারগামনের গ্যালেন (ইংরেজি: Aelius Galenus বা Galen বা Claudius Galenus; সেপ্টেম্বর ১৩০- ২১০ খ্রি.) ছিলেন রোমান সাম্রাজ্যের একজন গ্রীক চিকিত্সক, সার্জন এবং দার্শনিক।  চিকিৎসাশাস্ত্রের জনক হিপোক্রাটিসের পরেই চিকিৎসাবিদ গ্যালেনের স্থান। প্রাচীন এশিয় মাইনরের পারগামনে গ্যালেনের জন্ম।

পারগামন, কোরিনথ এবং আলেকজান্দ্রিয়াতে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের পরে গ্যালেন রোম গমন করে এবং পরবর্তীকালে রোমের সম্রাট মারকাস অরেলিয়াস-এর চিকিৎসাবিদ হিসাবে নিযুক্ত হন। হিপোক্রিটাস ব্যতীত চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অপর কেউ গ্যালেনের মতো সুদীর্ঘকালব্যাপী প্রভাব বিস্তার করতে সক্ষম হন নি।

ষোড়শ শতকের ভেসালিয়াসের পূর্বে গ্যালেনের ন্যায় শারীরবিদ বা এ্যানটমিস্ট যেমন অপর কেউ ছিলেন না, তেমনি সপ্তদশ শতকের হারভের পূর্ব পর্যন্ত এমন দক্ষ ফিজিওলজিস্ট বা দেহতত্ত্ববিদও ছিলেন না। চিকিৎসাবিজ্ঞানের উপর তাঁর রচনার সংখ্যা গবেষকদের মতে ছিল ১৩০ এবং দর্শন, আইন এবং ব্যাকরণের উপর তাঁর সংখ্যা ছিল ১২৫।

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ১৮০।

আরো পড়ুন:  হেরাক্লিটাস ছিলেন প্রাচীন গ্রিসের অন্যতম বিখ্যাত দার্শনিক

Leave a Comment

error: Content is protected !!