জ্যাঁ ব্যাপ্তিস্ত আলেম্বার্ট ছিলেন ফরাসি দার্শনিক এবং গণিতশাস্ত্রবিদ

জ্যাঁ ব্যাপ্তিস্ত আলেম্বার্ট (ইংরেজি: Jean-Baptiste le Rond d’Alembert ১৬ নভেম্বর ১৭১৭-২৯ অক্টোবর ১৭৮৩) ফরাসি বিশ্বকোষিকদের অন্যতম দার্শনিক এবং গণিতশাস্ত্রবিদ ছিলেন। আরো পড়ুন বৈজ্ঞানিক হিসাবে বায়ু প্রবাহের উপর তিনি ১৭৪২ খ্রিষ্টাব্দে একখানি গ্রন্থ রচনা করেন। বিশ্বকোষ রচনার ক্ষেত্রে তিনি দিদেরোকে বিশেষভাবে সাহায্য করেন।

ধর্মের ক্ষেত্রৈ দ্য’আলেম্বার্ট নিরীশ্বরবাদী না হলেও ঐশ্বরিক প্রত্যাদেশের মাধ্যমে ঈশ্বরের বাণী লাভে তিনি বিশ্বাস করতেন না। এরূপ অভিমত যাঁরা পোষণ করেন তাঁদের ইংরেজীতে ‘ডিস্ট’ বা ঈশ্বরবাদী কিন্তু ঈশ্বরের প্রত্যাদেশবাদী নয় বলে অভিহিত করা হয়। ডি’ আলেম্বার্ট খ্রিস্ট ধর্মের ‘জেসুইট’ এবং ‘ক্যালভিনিস্ট’ উভয় সম্প্রদায়ের সমালোচনা করেন।

তথ্যসূত্র:
১. সরদার ফজলুল করিম; দর্শনকোষ; প্যাপিরাস, ঢাকা; জুলাই, ২০০৬; পৃষ্ঠা ১২২।

আরো পড়ুন:  ভলতেয়ার বিকাশমান পুঁজিবাদের মতাদর্শগত মুখপত্র

Leave a Comment

error: Content is protected !!