মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে
মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে হচ্ছে প্রণব রায়ের লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ১১ লাইনের মাঝারি আকারের আধুনিক বাংলা প্রেমের গান। গানটির প্রথম রেকর্ডিং-এ সুরকার এবং শিল্পী ছিলেন সুধীরলাল চক্রবর্তী। পরবর্তীতে অনুপ ঘোষাল সহ আরো বেশ কিছু শিল্পী গানটি রিমেক করেন। আরো পড়ুন