বকুল লতা দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মানো ভেষজ লতা
বকুল লতা গুল্ম বিশেষ। এটি বৃহদাকার আরোহী বা হামাগুড়ি দিয়ে জন্মায়। এটি ১২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের কান্ডে আঁচিলযুক্ত ও কন্টকময় হয়। শাখাগুলো অনেক লম্বা, কচি শাখার বাকল দেখতে ধূসরাভ সাদা বা চকচকে বর্ণের। বায়ুরন্ধবিশিষ্ট, বয়স্ক কান্ডের বাকল ধূসরভি বাদামী। পাতা ৪.৫-৯.০ x ২-৩ সেমি, উপবৃত্তাকার-ভল্লাকার, পাদদেশ তীক্ষ্ম বা কীলকাকার, শীর্ষ তীক্ষ্ম থেকে খর্ব স্থূলা, দীর্ঘা, অখন্ড এবং নিম্নদিকে বক্র প্রান্তিবিশিষ্ট, মসৃণ এবং চকচকে, পত্রবৃন্ত ১২ মিমি পর্যন্ত লম্বা, সরু, গ্রন্থিল প্রান্তবিশিষ্ট।আরো পড়ুন