কমিউনিস্ট পার্টির ইশতেহার, সামন্ত সমাজতন্ত্র
— কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস৩সমাজতন্ত্রী ও কমিউনিস্ট সাহিত্য১. প্রতিক্রিয়াশীল সমাজতন্ত্রক. সামন্ত সমাজতন্ত্র স্বীয় ঐতিহাসিক পরিস্থিতির কারণে ফ্রান্স ও ইংল্যান্ডের অভিজাতদের কাছে আধুনিক বুর্জোয়া সমাজের বিরুদ্ধে পুস্তিকা লেখা একটা কাজ হয়ে দাঁড়ায়। ১৮৩০ খ্ৰীস্টাব্দের জুলাই মাসের ফরাসী বিপ্লবে এবং ইংল্যান্ডে সংস্কার আন্দোলনে ঘৃণ্য ভুঁইফোঁড়দের হাতে এদের আবার পরাভব হল । এরপর এদের পক্ষে একটা গুরুতর … Read more