লাইসিয়াম এ্যরিস্টটলের দর্শনাগার বা একাডেমী
লাইসিয়াম বা লাইস্যুম (ইংরেজি: Lyceum বা Lycaeum) প্রাচীন গ্রিসের এথেন্স নগররাষ্ট্রের একটি বাগানের নাম। এখানে ৩৩৫ খ্রি. পূর্বাব্দে এরিস্টটল তাঁর দর্শন প্রচারের কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এ কারণে দর্শনের ইতিহাসে লাইসিয়ামকে এ্যরিস্টটলের দর্শনাগার বা একাডেমী বলেও উল্লেখ করা হয়। আরো পড়ুন