১৯৪৭ সালের বাংলা ভাগ ছিলো তিন গণশত্রুর পারস্পরিক ষড়যন্ত্র ও চক্রান্ত
১৯৪৭ সালের বাংলা ভাগ (ইংরেজি: Partition of Bengal in 1947) ছিলো ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লিগ মিলে তিন গণশত্রুর পারস্পরিক ষড়যন্ত্র ও চক্রান্ত। এই ঘটনাটি যারা ঘটিয়েছিল তারা পরে প্রায় দশ লাখ মানুষকে হত্যা করেছিলো এবং প্রায় তিন কোটি মানুষকে ভিটে মাটি ছাড়া করে সহায় সম্বলহীন করে পথে বসিয়েছিল। আরো পড়ুন