বিস্ফোরণ থেকেই সৃষ্টি হোক
হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে মনটা নিজেকে মনে হয় আগ্নেয় পাহাড়ের মতো। যুগের জমানো বিস্ফোরণের ক্ষোভগুলো আমার দিকে ভাঙা গালে বিদ্রূপের হাসি হেসে বলছে ‘এখনো সহ্য করচ্ছিস’? আমার চারপাশের উত্তপ্ত বায়ুরা প্রতিবাদ করে বুকে আঁচড়ে পড়ছে ঘুমন্ত লাভাকে জাগাতে। আমার মাঝে সুপ্ত ফুল্কিগুলো হালকা হয়ে উঠে, কল্পনা থেকে বেড়িয়ে দেখি মিথ্যায় গড়া তোমাদের শহর, রঙিন আতস-বাজিতে … Read more