যত দূরেই যাই

আমি যত দূরেই যাই

        আমার সংগে যায়

ঢেউয়ের মালা-গাঁথা

এক নদীর নাম—

আমি যত দূরেই যাই।

আমার চোখের পাতায় লেগে থাকে

নিকোনো উঠোনে

সারি সারি

     লক্ষ্মীর পা

আমি যত দূরেই যাই।

আরো পড়ুন:  নিরালা দুপুর

Leave a Comment

error: Content is protected !!