বানপ্রস্থ

পঞ্চাশ পার, এবার প্রিয়—

সামনে বনের বাধা সড়ক।

এতকাল নেতা ছিলে যদিও,

মিটেছে সঙ্গে চলার শখ,

বিপ্লবী। পাতো উত্তরীয়

বাজগৃহে। তাই লাগে চমক।

 

ভিক্ষায় যদি সুফল ফলে,

লাভে আছো ষোল আনা শরিক।

গুড়ি পল্টন খনিতে, কলে

প্রাণভয়ে দেখি কাঁপে বণিক।

তাই বলি প্রিয, হাতবদলে

আমাদের নেই সুখ অধিক।

 

যতই বাহবা নাও কাগজে,

জানি অন্তর দিচ্ছে দুয়ো

গৃহযুদ্ধের ভয় মগজে

মরে নাকো উঁচু আশা তবুও।

তাই শত্রুর তপ্ত ভোজে

হে প্রিয়, ধরেছো ঠাণ্ডা ধুয়াে॥

আরো পড়ুন:  আদর্শ

Leave a Comment

error: Content is protected !!