পঞ্চাশ পার, এবার প্রিয়—
সামনে বনের বাধা সড়ক।
এতকাল নেতা ছিলে যদিও,
মিটেছে সঙ্গে চলার শখ,
বিপ্লবী। পাতো উত্তরীয়
বাজগৃহে। তাই লাগে চমক।
ভিক্ষায় যদি সুফল ফলে,
লাভে আছো ষোল আনা শরিক।
গুড়ি পল্টন খনিতে, কলে
প্রাণভয়ে দেখি কাঁপে বণিক।
তাই বলি প্রিয, হাতবদলে
আমাদের নেই সুখ অধিক।
যতই বাহবা নাও কাগজে,
জানি অন্তর দিচ্ছে দুয়ো
গৃহযুদ্ধের ভয় মগজে
মরে নাকো উঁচু আশা তবুও।
তাই শত্রুর তপ্ত ভোজে
হে প্রিয়, ধরেছো ঠাণ্ডা ধুয়াে॥
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।