বোবা কোকিল

কথা চাপিয়ে

            কথার পৃষ্ঠে

                কাটছিল দিন

                       কষ্টেসৃষ্টে

 

এখন যে কী মুশকিল !

 

হয়ত কেউ

    পঞ্চাশোর্ধ্বে

          ঠাট্টা করে।

               খাঁচার মধ্যে

বসিয়ে দিয়ে গিয়েছে এক কোকিল।

 

ভালো ছিলাম

    ভুলে ছিলাম

        মনে পড়ে না

            কার যে কী নাম

 

সে কোন্ পাহাড়? সে-কোন্ নদী ?

 

খুলে বুকের

    সমস্ত খিল

        খাঁচায় বন্ধ

            বোবা কোকিল

 

হঠাৎ ডেকে ওঠে যদি…

আরো পড়ুন:  বোনটি

Leave a Comment

error: Content is protected !!