বোনটি

বাপ গিয়েছে স্বর্গে ;

দাদার লাশ

মর্গে।

 

ভালো চাস তো, যা এইবেলা

ধর গে

ঐ অমুককে –

কী করে যাই,

আজ্ঞা।

ওঁরই ক্ষেতে বর্গা।

ধরনা দেবার একটাই জায়গা

বড় পীরের দরগা।

 

ইস্কুলের মাঠে সারি সারি

গোঁ গোঁ করে

কালো গাড়ি।

ঐ অমুকের বাড়ি থেকে যায়

বড় বড় চাঙারি।

 

বলে লাভ নেই

মোড়লকে।

বোবা-কালা হলে মেলে

উচুমহলে কল্কে

আসলে বোন, দেখ, কার ধন

করে রেখেছে দখল কে ?

 

কিড়িং কিড়িং

সাইকেলের ঘণ্টি;

পিঠে বন্দুক, গলায় কষ্ঠি ।

ঝোপের মধ্যে জলদি জলদি

গা ঢাকা দে, বোনটি।

আমার আছে লঙ্কার গুঁড়ো

তোর রয়েছে সড়কি।

আমাদের ভয়ডর কী?

 

আরো পড়ুন:  দ্রুতি

Leave a Comment

error: Content is protected !!