পারাপার

আমরা যেন বাংলাদেশের

চোখের দুটি তারা।

মাঝখানে নাক উঁচিয়ে আছে_

               থাকুক গে পাহারা।

দুয়োরে খিল।

              টান দিয়ে তাই

                 খুলে দিলাম জানলা।

              ওপারে যে বাংলাদেশ

এপারেও সেই বাংলা।। 

আরো পড়ুন:  ঘোষণা

Leave a Comment

error: Content is protected !!